আপনার ওয়েব সাইট হ্যাক হয়ে গেলে আপনার সব কিছু হারিয়ে যাওয়ার সম্ভবনা অনেক। বা সফটওয়্যার (ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি) আপগ্রেট করার সময় ও এসকিউএল ডাটাবেজ মুছে বা কিছু তথ্য হারিয়ে যেতে পারে। তাই আপনার ওয়েব সাইট এর এসকিউএল ডাটাবেজ ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরি। তাই আমি ধাপে ধাপে শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ আপনার সংরক্ষণে রাখবেন।
SQL ডাটাবেজ ব্যাকআপ
প্রথমে আপনার সিপ্যনেলে লগইন করুন তার পর নিচের দেখানো ছবির মত Database >> phpMyAdmin মেন্যু তে ক্লিক করুন।
এবার ডাটাবেজ লোকালহোস্ট ওপেন হবে নিচের ছবিতে দেখানো আপনি আপনার ওয়েব সাইট এর যে ডাটাবেজ টি ব্যাকআপ করবেন সেটা সিলেক্ট করুন।
এবার নিচের ছবির মত ওপেন হলে সেখানে দেখানো বাটনে (Export) ক্লিক করুন
এখন যে পেজটি ওপেন হবে সেটাতে কোন পরিবর্তন না করে সব নিচে GO বাটনে ক্লিক করুন (যারা এক্সপার্ট তারা তাদের মত করে টেবিল সিলেক্ট করুন)
এবার আপনাকে একটা ফাইল ডাউনলোড এর জন্য দেয়া হবে সেটা ডাউনলোড করে সংরক্ষণ করুন। এটাই হচ্ছে আপনার ওয়েব সাইটের ডাটাবেজ ব্যাকআপ ফাইল।
মাঝে মাঝে এভাবে আপনার ওয়েব সাইট এর ডাটাবেজ ব্যাকআপ রাখবেন।
SQL ডাটাবেজ রিস্টোর
ডাটাবেজ রিস্টোর করার জন্য আগের মতোই সিপ্যনালে লগইন করে Database >> phpMyAdmin >> যে ডাটাবেজ এ রিস্টোর করবেন সেটা সিলেক্ট করুন এবার নিচের ছবির মত আসলে সেখানে দেখানো ইম্পোর্ট কর (Import) বাটনে ক্লিক করুন।
০১) ডাটাবেজ রিস্টোর করার জন্য Import (ইম্পোর্ট কর) বাটনে ক্লিক করুন।
০২) Brows… বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে ব্যাকআপ করা ফাইলটি (.sql) সিলেক্ট করুন।
০৩) সব কিছু ঠিকঠাক সম্পন্ন হয়ে গেলে GO বাটনে ক্লিক করুন। ব্যাস তাহলেই আপনার ডাটাবেজ আগের অবস্থায় চলে আসবে।
যদি আপনাদের কোন সমস্যা হয় তাহলে আমাকে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন আমি যতদূর পারি সাহায্য করতে চেষ্টা করবো।
লেখাটি প্রথমে বিডিরঙ.কম এ প্রকাশিত
আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।
কাজে লাগবে ………………ধন্যবাদ
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!
মেলা চটিল কাজ, না রাখলে কি ধরনের সমস্যা হতে পারে?
আমি তো প্রথমেই বলেছি যে হ্যাক বা অন্যান্য কারনে ওয়েব সাইট ডাউন হয়ে গেলে সব কিছু হারাবার সম্ভবনা থাকে সেখানে আপনার ব্যাকআপ থাকলে পরে রিস্টর করতে পারেন। যারা ফ্রি হস্টিং ব্যবহার করে তাদের জন্য বেশি কাজের।
আরও বিস্তারিত আশা করেছিলাম, ধন্যবাদ
@তাওহিদুল ভাই আরও বিস্তারিত আমার কাছে সম্ভব নয়। আপনারা তো জানেন আমি ব্লগিং যুগে একদম নতুন। তবে আসতে অনেক মান সম্মত লেখা প্রকাশ করবো ইনশাল্লাহ!
ভালই লিখেছেন…
http://www.technews-24.co.cc