বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল প্রখ্যাত কবি, সাংবাদিক ও কলামিস্ট শামসুর রাহমানের ৯০তম জন্মদিনের স্মরণ করেছে বিশেষ ডুডলের মাধ্যমে। ১৯২৯ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন শামসুর রাহমান। আর এ দিনটিকেই বিশেষ ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে গুগল।
মঙ্গলবার (২৩ অক্টোবর) বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি www.google.com.bd ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। এতে দেখা যাচ্ছে—গালে হাত রেখে সবুজ পাঞ্জাবি পরা কবি শামসুর রাহমান কবিতা লিখছেন। তার লম্বা চুল উড়ছে বাতাসে।
বিশেষ দিন স্মরণে ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গুগল তাদের হোমপেজে মানানসই লোগো তৈরি করে থাকে। এটাকেই বলা হয় ডুডল। এই আয়োজন থাকে গুগল সার্চের মূল পাতায়।
এর আগে হুমায়ূন আহমেদ, বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খানের জন্মদিনসহ বেশকিছু উল্লেখযোগ্য দিনে ডুডল প্রকাশিত হয়েছে।
বাংলা ভাষার প্রখ্যাত এ কবি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার। ২০০৬ সালের ১৭ আগস্ট মারা যান তিনি।