কোরা বাংলা ঢাকা মিটআপে সদস্যরা।

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল প্রশ্ন-উত্তর আর জিজ্ঞাসার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোরার বাংলাদেশ কমিউনিটির মিটআপ। গত ২১ জুন ঢাকার কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরি চত্ত্বরে কোরা বাংলার কমিউনিটি সদস্যরা অংশগ্রহণে এ মিটআপ অনুষ্ঠিত হয়। কোরা গ্লোবাল মিটআপের অংশ হিসেবে বাংলাদেশে কোরা বাংলা কমিউনিটির সদস্যরা এতে যোগ দেন।

কোরা বাংলার কমিউনিটির সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী জানান, ‘বাংলাদেশি কোরা ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন বিষয়ে আগ্রহ গড়ে তুলতে এই মিটআপের আয়োজন করা হয়েছে।কোরাতে বিশ্ববিদ্যালয় ও স্কুলপড়ুয়া কিশোরদের যুক্ত করার বিভিন্ন দিক নিয়েও অংশগ্রহণকারীরা আলোচনা করা হয় এ আয়োজনে।’

কোরা বাংলার প্রথম এ মিটআপে বিভিন্ন শ্রেনি পেশার মানুষসহ বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন। অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন সক্রিয় কোরা কমিউনিটি সদস্য জাহিদ হোসেন খান, তীর্থঙ্কর শুভ্রাংশু জয়তু, প্রমি নাহিদ, নিশাত আনজুম, রাইয়ান কবির রাজিনসহ অনেকে।

মিটআপে অংশ নেয়া তরুণ উদ্যোক্তা প্রমি নাহিদ জানান, ‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের কোরার মাধ্যমে সরাসরি জ্ঞান আহরণের সুযোগ আছে। নানান পরামর্শ পেতে কোরা দারুণ একটি জায়গা।’ সামাজিক উদ্যোক্তা ও গবেষক নিশাত আনজুম কোরার মাধ্যমে নারী স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা কেন্দ্রিক প্রশ্ন উত্তরের দিকে বেশি মনোযোগ বাড়ানোর কথা বলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তীর্থঙ্কর শুভ্রাংশু জয়তু কোরার মাধ্যমে নতুন মাত্রার জ্ঞান বিকাশের সুযোগ সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোরা ক্লাব করার বিষয়টি নিয়েও আলোচনা করেন কোরা’র সক্রিয় সদস্যরা। আয়োজকেরা জানান, নিয়মিত ভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে কোরার কমিউনিটি মিট-আপসহ নানা আয়োজন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here