১।মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল (Uninstall) করুন।

২।আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট (Delete) করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।

৩।মোবাইলের ‘ক্যাশড ডেটা’  ক্লিয়ার করুন ৷ কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।

৪।আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।

  • আপডেট ভার্সনের ব্রাউজার ব্যবহার করুন।
  • ক্লিনার দিয়ে মাঝে মাঝে মোবাইলকে ক্লিন করুন।
  • ভালো সার্ভিস প্রভাইডার সিম ব্যবহার করুন।
  • তবু সমস্যা হলে মোবাইলকে সার্ভিস করিয়ে নিতে পারেন ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here