কম্পিউটার কোডিং জমা রাখার জনপ্রিয় ওয়েবসাইট গিটহাব অধিগ্রহণ করছে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। গত ৪ জুন, সোমবার আনুষ্ঠানিক ভাবে অধিগ্রহণ সংক্রান্ত চুক্তির বিষয়টি সম্পন্ন হয়েছে। গত কয়েক বছর ধরেই গিটহাবকে কেনার বিষয়টি আলোচনা করছিল মাইক্রোসফট। তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, এটিই মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদালের দ্বিতীয় বৃহত্তম অধিগ্রহণ। দুই বছর আগে প্রায় দুই হাজার ৬২০ কোটি ডলারে লিংকডইনকে অধিগ্রহণ করে মাইক্রোসফট।
২০১৫ সালের তথ্য অনুযায়ী গিটহাবের ফান্ডিং রাউন্ডে মূল্য ধরা হয়েছিল ২০০ কোটি ডলার ডলার। তবে সে সময়ে অধিগ্রহণটি আর হয়নি। তবে সর্বশেষ ঠিক কত ডলার মূল্যে গিটহাবকে অধিগ্রহণ করেছে মাইক্রোসফট সে বিষয়টি জানা যায়নি। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, যে পরিমাণ অর্থে মাইক্রোসফট অধিগ্রহণ করতে চাইছিল, গিটহাবের মূল্য তার চেয়েও বেশি।
সফটওয়্যার ডেভলপারদের জন্য গিটহাবের টুল খুবই দরকারি। ডেভলপাররা কোড সংরক্ষণ করতে, হালনাগাদ এবং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে এই সাইট ব্যবহার করে থাকে। সারাবিশ্বের হাজারও প্রোগ্রামারের কোড রয়েছে গিটহাবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ লাখ সংস্থার দুই কোটি ৩০ লাখের বেশি স্বতন্ত্র ব্যবহারকারী রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি গিটহাব নিয়মিত ব্যবহারকারীদের তালিকায় রয়েছে অ্যাপল, আমাজন, গুগলসহ বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান।
নতুন অধিগ্রহণের ফলে গিটহাবে কোন পরিবর্তন আসবে কিনা বা নতুন কে দায়িত্ব নেবেন এ প্রতিষ্ঠানের সে বিষয়গুলো এখনও বিস্তারিত জানা যায়নি।