ল্যাপটপ রাখুন সুরক্ষিত

আমাদের নিত্যদিন প্রয়োজনে ল্যাপটপ একটি অতি প্রয়োজনীয় জিনিস। এর সাহায্যে নানা ধরণের কাজ করা যায়। সব জায়গায় ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করা যায় না বিধায় এটি দারুণ কাজে আসে। ল্যাপটপকে কিভাবে সুরক্ষিত রাখবেন তার কিছু টিপস দেয়া হলঃ

১) যদি কোথাও ভ্রমণে যান, ল্যাপটপ থেকে সকল সিডি ডিভিডি বের করে ফেলুন। ল্যাপটপকে বন্ধ করুন। এটিকে স্ট্যান্ডবাই মোড কিংবা স্লিপ মোডে রাখবেন না।

২) এমন কোন তাপমাত্রায় ল্যাপটপ ব্যবহার করবেন না যাতে এর ক্ষতি হতে পারে।

৩) একটি নোটবুকের মনিটর খুবই নাজুক ও স্পর্শকাতর হয়ে থাকে। নোটবুকের মনিটর পরিষ্কার করবার সময় অতি সাবধানে তা পরিষ্কার করবেন।

৪) কোন চৌম্বক ক্ষেত্রের কাছে বা আশেপাশে চুম্বক আছে, এমন কোন জায়গায় ল্যাপটপ রেখে কাজ করবেন না।

৫) কম্বল বালিশ কিংবা সমতল নয়- এমন কোন জায়গার ওপর ল্যাপটপ রেখে কাজ করবেন না।

৬) ল্যাপটপের জন্য একটি সুনির্দিষ্ট পাসওয়ার্ড রাখুন।

৭) হ্যাকার যাতে আপনার মূল্যবান তথ্য হ্যাক করতে না পারে, তাই একটি ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করুন। হোটেল, এয়ারপোর্ট, কফি হাউজ ইত্যাদি স্থানে তাহলে আপনি সুরক্ষিত থাকবেন।

সূত্রঃ whatismyipaddress.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here