হাইড্রোজেন ছবি সূত্রঃ ইন্টারনেট

পৃথিবীর সবচেয়ে বেশি সহজলভ্য রাসায়নিক পদার্থ বা গ্যাসীয় পদার্থ হচ্ছে হাইড্রোজেন। এর কারণ কি?
অরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক মে নাইম্যান বলেন, “এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে বিগ ব্যাং তত্ত্বে।”
পর্যায় সারণিতে যে সকল মৌল রয়েছে, তাদের বেশিরভাগ দিয়েই এই পৃথিবী গঠিত। এসব মৌলগুলোর আবার সাবএটোমিক পার্টিকেল রয়েছে। যেমনঃ প্রোটন (ধনাত্মক চার্জ বিশিষ্ট), নিউট্রন (নিরপেক্ষ) ও ইলেকট্রন (ঋণাত্মক চার্জবিশিষ্ট)।

নাইম্যান বলেন, “হাইড্রোজেন হচ্ছে এমন একটি মৌল যেটি কেবলমাত্র একটি প্রোটন ও একটি ইলেকট্রন দিয়ে গঠিত। এটি বিশ্বের সবচেয়ে সহজলভ্য মৌল হবার একটি অন্যতম কারণ। এর মাঝে কোন নিউট্রন বা নিরপেক্ষ কণিকা নেই।”

আকাশের তারকারাজিদের মাঝে হাইড্রোজেন হিলিয়াম তৈরিতে সাহায্য করে। এনসাইক্লোপিডিয়া ডট কমের একটি তথ্যমতে, হিলিয়াম হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ সহজলভ্য মৌল। হিলিয়ামের প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সব কিছুই দুটো করে রয়েছে। এই মহাবিশ্ব যত পদার্থ আমাদের জানা রয়েছে, তাদের মধ্যে ৯৯.৯৯ শতাংশ পদার্থই হাইড্রোজেন ও হিলিয়ামের সমন্বয়ে গঠিত হয়েছে।

পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান ছবি সূত্রঃ ইন্টারনেট
পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান
ছবি সূত্রঃ ইন্টারনেট

তা সত্ত্বেও পৃথিবীতে যে পরিমাণ হাইড্রোজেন রয়েছে, তা হিলিয়ামের চাইতে অন্তত দশগুণ। মজার ব্যপার হচ্ছে, পৃথিবীতে তৃতীয় সর্বোচ্চ মৌল হচ্ছে অক্সিজেন। এটি হাইড্রোজেনের চাইতে ১০০০ গুণ কম পরিমাণে রয়েছে।

নাইম্যান বলেন, যেসকল মৌলের আণবিক সংখ্যা যত বেশি, প্রকৃতিতে তারা তত বেশি দুর্লভ।
মানুষের শরীরে যে পদার্থ সবচেয়ে বেশি রয়েছে, তা হচ্ছে অক্সিজেন। এরপরে পর্যায়ক্রমে রয়েছে কার্বন ও হাইড্রোজেন।

হাইড্রোজেন নিয়ে কিছু তথ্যঃ
১) মানব শরীরে হাইড্রোজেনের ভূমিকা অপরিসীম। হাইড্রোজেন বন্ধন ডি এন এ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২) পাকস্থলী ও শরীরের অন্যান্য অঙ্গের পিএইচের পরিমাণ হাইড্রোজেন নির্ধারণ করে।
৩) আমাদের শরীরে অম্লীয় কিংবা ক্ষারীয় যে মাত্রাই বেশি হোক না কেন, হাইড্রোজেন তার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
৪) বরফকে পানিতে ভাসতে হাইড্রোজেন সাহায্য করে।
৫) পৃথিবীতে অন্যতম শক্তিশালী বোমা তৈরি করা হয়েছিল হাইড্রোজেনের সাহায্যে।

তথ্যসূত্রঃ লাইভ সাইন্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here