অফিশিয়াল অ্যাপ্লিকেশন স্টোর থেকে অ্যাপ কেনার পরও তাতে ক্ষতিকর ভাইরাসের উপস্থিতি থাকতে পারে। সম্প্রতি ফরেনসিক নামের একটি সংস্থার গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির গবেষকরা বলছেন, অ্যাপ স্টোরে ক্ষতিকর বিজ্ঞাপণ দেখিয়ে প্রতারণা করা হাজারো অ্যাপ্লিকেশন তাঁরা খুঁজে পেয়েছেন। নতুন ধরনের এ বিজ্ঞাপন প্রতারণাকে তারা বলছেন- মোবাইল ডিভাইস হাইজ্যাকিং। এই ক্ষতিকর ভাইরাসপূর্ণ অ্যাপ্লিকেশন অ্যাপলের অ্যাপ স্টোর, গুগলের প্লে স্টোর ও মাইক্রোসফটের উইন্ডোজ ফোন স্টোরে রয়েছে বলে গবেষকদের দাবি।
গবেষকেরা বলছেন, বিভিন্ন অ্যাপ স্টোরে হাজারো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ব্যবহারকারীর অজান্তেই গোপনে তাদের বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে বলে গবেষকদের দাবি। গবেষকেরা বলছেন,এই বিজ্ঞাপন গুলিতে ক্ষতিকর ভাইরাস থাকে। গবেষকেরা বলছেন, এই বিজ্ঞাপনপূর্ণ অ্যাপগুলো স্মার্টফোনেরও ক্ষতি করে।