সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক সম্প্রতি ‘থ্রিডি ফটোস’ নামে নতুন একটি ফিচার চালু করেছে। নতুন এই ফিচারের নিউজ ফিডে ত্রিমাত্রিক ছবি (থ্রিডি) শেয়ার করা যাবে। এর মাধ্যমে ভিআর মোডেও ত্রিমাত্রিক ছবি ধারণ করা যাবে।
তবে এখন এ সুবিধাটি সকলের জন্য উন্মুক্ত নয়। এই থ্রিডি ছবি যুক্ত করার সুবিধা শুধু আইফোনের কয়েকটি মডেলেই যুক্ত করেছে ফেসবুক। বিশেষ করে আইফোন ব্যাবহারকারীদের এই ফিচার সমর্থিত দুই-লেন্সের স্মার্টফোনের ব্যবহার করে ত্রিমাত্রিক ছবি তুলে সেটি থ্রিডি আকারে করতে পারবেন।
ছবিটি তুলে ফেসবুকে ‘থ্রিডি ফটোস’ হিসাবে শেয়ার করলেই কেবল থ্রিডি আকারে দেখা যাবে। ফেসবুকে পোস্ট করা থ্রিডি ছবি ব্যবহারকারীরা স্ক্রল করতে পারবেন। এছাড়া থ্রিডি ছবি অকুলাস গো,অকুলাস ব্রাউজার অথবা অকুলাস রিফ্ট ফায়ারফক্স ব্যবহার করে ভিআর মোডেও দেখা যাবে।
‘থ্রিডি ফটোস’ ফিচারটি ব্যবহার করে ফেসবুকে ত্রিমাত্রিক ছবি পোস্ট করতে চাইলে অবশ্যই আইফোন ৭ প্লাস, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স অথবা আইফোন এক্সআর ব্যবহার করতে হবে এবং পোট্রেট মোডে ছবি ধারণ করতে হবে।
ত্রিমাত্রিক ছবি তৈরি এবং শেয়ার করতে প্রথমে ক্যামেরা চালু করে ‘পোর্ট্রেট’ মোডে সুইচ অন করতে হবে। এবার যে ছবিটি ‘থ্রিডি ফটোস’-এ শেয়ার করতে চান তা আপনার ক্যামেরায় ধারণ করুন। চাইলে এক্ষেত্রে আপনার আগে ধারণ করা কোন ছবিও ব্যবহার করতে পারেন।
তারপর ফোনে ‘ফেসবুক’ অ্যাপ চালু করুন এবং ফেসবুকে নতুন পোস্ট তৈরি করা শুরু করুন। উপরের ডান কোণায় থাকা ‘তিন বিন্দু’ আইকনটির উপর স্পর্শ করুন এবং পোর্ট্রেট ফোল্ডার খুলে ‘থ্রিডি ফটোস’ অপশনটি নির্বাচন করুন।
পনি যেটি ত্রিমাত্রিক ছবি হিসেবে শেয়ার করতে চান তা নির্বাচন করুন। পোস্টে ছবির সঙ্গে যে ক্যাপশন ও অন্যান্য বিবরণ যোগ করতে চান তা যোগ করে ছবিটি পোস্ট করতে ‘শেয়ার করুন’ বোতামে ক্লিক করুন।
এবার দেখুন আপনার ছবিটি ফেসবুকে থ্রিডি আকারে দেখা যাচ্ছে। ফেসবুকের নিরাপত্তা বাড়াতে এবং হ্যাকড হওয়ার হাত থেকে রক্ষা পেতে সতর্ক থাকুন।