বিশ্বখ্যাত বিমান এমিরেটসে এবার যুক্ত হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সুবিধা। এর ফলে যে কেউ চাইলে বিমানে না চড়েই পুরো বিমান ঘুরে দেখতে পারবেন! আজ ৪ জুলাই থেকে এমিরেটসের ওয়েবসাইটে এ সুবিধা যুক্ত হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এখন চাইলে এ বিমান প্রতিষ্ঠানটির এ৩৮০ মডেলের বিমানের বিস্তারিত থ্রিডি ভিউতে দেখতে পারবেন যে কেউ।
পুরো বিমানের ফাস্টক্লাস কেবিন, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাসের পাশাপাশি বিশেষ লাউঞ্জ এবং গোসলখানাও দেখা যাবে থ্রিডি ভিউতে। শুধু ঘোরাঘুরিই নয়। চাইলে ব্যবহারকারী প্রতিটি সিটে বসে তার আশেপাশে যেমন দেখতে পারবেন তেমনি সে আসনের বিস্তারিতও জানতে পারবেন। সাধারণত বিমানে আসন নির্বাচনের ক্ষেত্রে এমন সুবিধা পাওয়া যায় না।
শুধু দেখাই নয়। এমিরেটসের ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে বিমান ঘুরে দেখা, আসনের বিস্তারিত দেখেও চাইলে নির্দিষ্ট আসন বুকডও করা যাবে। এমিরেটসের করপোরেট কমিউনিকেশন ও ডিজিটাল ব্র্যান্ড বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এলেক্স ক্নিগি জানান, আমরা প্রথম বিমান প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের ভিআর সুবিধাযুক্ত প্রযুক্তি চালু করতে পেরেছি। এতে করে এমিরেটসে ভ্রমণের অভিজ্ঞতার নতুন এক মাত্রা যুক্ত হবে বলেও মনে করেন তিনি।
এর আগে গত সপ্তাহে বিশ্বখ্যাত পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট নিজেদের ওয়েবসাইটে কেনাকাটার বিষয়টির ক্ষেত্রে থ্রিডি ভিআর সুবিধা যুক্ত করে।
সূত্র: সিনেট