অনেকদিন পর লিখতে বসলাম। আজকে একটু আলোচনা করব Web Cloud System সম্পর্কে। Cloud Syetem হল সেই প্রযুক্তি যেখানে আপনি নিজের সমস্ত তথ্য রেখে দিতে পারবেন এবং যেকোনো স্থানে, যেকোনো সময়ে তা ব্যবহার করতে পারবেন। আরও সহজভাবে বললে Cloud System হল Web Storage যেখানে আপনি আপনার যেকোনো তথ্যকে রেখে দিতে পারবেন এবং যখন ইচ্ছে যেকোনো কম্পিউটার,মোবাইল,ট্যাবলেট বা Smart Watch থেকে সেই তথ্যটি Access করতে পারবেন। এই পদ্ধতিটি সম্পূর্ণ Secure একটি পদ্ধতি। যেখানে আপনি আপনার তথ্য Access করতে পারবেন শুধুমাত্র নিজের Username এবং Passsword দিয়ে। এবং এই পদ্ধতিটি সম্পূর্ণ নিরাপদ একটি পক্রিয়ার মধ্য দিয়ে সম্পাদিত হয়।

এবার আসি Cloud System এর সুবিধা এবং অসুবিধাগুলি তে। গত দশক থেকেই জাপান,মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রিটেন,ফ্রান্স,জার্মানিতে গত দশক থেকেই Cloud System এর ব্যবহার চোখে পড়ার মত। Without Any Pen Drive or External Hard Disk or CD/DVD আপনি নিজের তথ্যকে যেকোনো জারগায় বহন করতে পারবেন তাও বিনামুল্যে। নিজস্ব ফোল্ডার তৈরি করে, কম্পিউটার এর মতো করে সাজিয়ে সেগুলিকে রাখতে পারেন। শুধু রাখাই নয়, সেগুলিকে চাইলে শেয়ারও করতে পারেন।

cloud-system-logo-2

Cloud System এর সুবিধা :
* AES 256 Encryption এর নিরাপত্তা
* যেকোনো স্থানে ব্যবহারের সুবিধা
* মোবাইল,ট্যাবলেট সহ যেকোনো Device এ ব্যবহারযোগ্য
* MP3,MP4,EXE,AVI,JPEG,PNG,RAR,ZIP সহ সব রকমের ফাইল রাখা সম্ভব
* গোটা বিশ্বের যেকোনো জারগায় তথ্য ব্যবহার করা সম্ভব
কিছু Cloud System Sites :
MediaFire.com
Dropbox.com
Box.com
Hubic.com
Copy.com
Mega.co.nz
Docs.Google.com

dropbox

শুধু Sign up করুন আর আপনার Data কে নিরাপদ স্থানে Backup রাখুন।

আশা করি এবার কম্পিউটার বা হার্ডডিস্ক হটাৎ খারাপ হলে আর আপনার তথ্য নষ্টের সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here