১। সন্ত্রাসীদের হামলায় ভুলেও কথা কাটাকাটি বা ধস্তাধস্তিতে যাবেন না। আপনার জীবন হারাতে পারেন।
২।আপনার পাসওয়ার্ড চাইলে সাথে সাথেই তা দিয়ে দিন। তবে পাসওয়ার্ডটি দিবেন উল্টা করে (যেমন-আপনার পাসওয়ার্ডটি যদি 1234 হয়ে থাকে তবে সন্ত্রাসীদের বলবেন 4321)।
৩। টাকা ঠিকই বের হবে, তবে তা মেশিনে আটকে যাবে এবং কন্ট্রোল রুমে অটো সিগন্যাল চলে যাবে যে আপনি বিপদগ্রস্থ। এই ব্যবস্থা সব ATM বুথে চালূ করা আছে।