নিজেদের ফটো শেয়ারিং অ্যাপ ‘মোমেন্টস’ ব্যবহারে গ্রাহকদেরকে উৎসাহিত করতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক-এর গোপন ফিচার ‘সিঙ্কড ফ্রম ফোন’ বন্ধ করে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
২০১২ সাল থেকে চালু হওয়া এই ফিচার আগামী ৭ জুলাই বন্ধ করে দেওয়া হবে। এ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চাইলেই ফোনে তোলা সব ছবি ফেইসবুকে গোপন একটি অ্যালবামে জমা রাখতে পারেন। তবে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া সেগুলো প্রকাশ করেনা ফেইসবুক।
মোমেন্টস অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা আরও গোপনীয়তার সঙ্গে ফোনে থাকা ছবিগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন বলে ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে। ‘মোমেন্টস’ অ্যাপটি শুধু স্বয়ংক্রিয়ভাবে ফোনের সব ছবি একটি অ্যালবামে সিঙ্ক করে নেওয়ার বদলে, এদের ইভেন্টস অনুসারেও সাজিয়ে রাখে। এ ছাড়াও এতে রয়েছে বন্ধুদের চেহারা চিহ্নিত করার সুবিধা, যার ফলে তাদের সঙ্গে সরাসরিভাবে ছবি শেয়ার করা সম্ভব হয়।
ব্যবহারকারীদের আচরণ ও অভ্যাসে প্রভাব ফেলতে এটাই ফেইসবুকের প্রথম প্রচেষ্টা নয় । সম্প্রতি ফেইসবুকে ফটো শেয়ারিং অনুভূতিকে আরও প্রাণবন্ত করতে ৩৬০-ডিগ্রি ফটো ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।