২০১২ সালের গ্রীষ্মে একদল প্রত্নতত্ত্ববিদ একটি পাহাড় থেকে লাইমস্টোনের তৈরি একটি ভাঙা পাথরের চাই উদ্ধার করেন। স্থানটি ছিল দক্ষিণ পশ্চিমের ফ্রান্স অঞ্চল। তাদের ধারণা যে এটি ইউরোপের যে কলা রয়েছে, তার সর্বশেষ নিদর্শন হতে পারে। পাঁচ বছর পর পাওয়া গেল এক নতুন তথ্য। পাথরের এই চাইটি হতে পারে ইউরোপের সবচেয়ে প্রাচীন পাথরের নিদর্শন যেখানে মানুষের কারুকার্যের ছাপ পড়েছিল।

ইউরোপে প্রথম যে মানুষের পা পড়ে তাদের বলা হয় অরিগনাশিয়ানস। যে পাথরটি পাওয়া গিয়েছে তাতে রয়েছে একটি অরোখের ছবি এবং তাতে রয়েছে কিছু ডট। অরোখ হচ্ছে প্রাচীন এক প্রকার গবাদি পশুর নাম যা কালের ধারায় বিলুপ্ত হয়ে গিয়েছে।
কোয়াটারনারি ইন্টারন্যাশনাল নামক যে বিজ্ঞান ম্যাগাজিন রয়েছে তাতে একটি রিপোর্টে বলা হয় যে রেডিওকার্বনে যে ফলাফল পাওয়া গিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে পাথরের এই চাইটির বয়স প্রায় ৩৮,০০০ বছর।
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের নৃতাত্ত্বিক র্যান্ডাল হোয়াইট বলেন, “এই আবিষ্কারের মাধ্যমে ইউরোপের বেশ কিছু অনাবিষ্কৃত দিক আমাদের সামনে উন্মোচিত হবে। এর কারণ হচ্ছে, ঐ সময় এই ভূখন্ডে মানুষের আগমন হচ্ছিল প্রথম। তাই তাদের হাবভাব, বিভিন্ন অবস্থা কেমন ছিল তা জানা যাবে এই পাথরটি পরীক্ষার মাধ্যমে।
সূত্রঃ লাইভ সাইন্স