ফটোগ্রাফী বরাবরই একটি মজার এবং চ্যালেঞ্জিং পেশা। আর হিউমর ফটোগ্রাফীর বেলায় এটি আরও বেশি চ্যালেঞ্জিং। কারন এক্ষেত্রে সঠিক সময়ে সঠিক চিত্রটি ধারন করতে হয়। আর এর উপরই নির্ভর করে চমৎকার একটি ছবি। এই পোস্টে কিছু বুদ্ধিদীপ্ত ফটোগ্রাফী এবং প্রিন্ট এড থাকছে যা সত্যি মজার।