জাদুঘর মানে যে সেখানে জাদু থাকবে এমনটি কিন্তু নয়। তবে সেখানে থাকতে পারে জাদুর চাইতেও অনেক বেশি কিছু। জাদুঘর ধারণ করে অতীত, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস, নানা ত্যাগ, সংগ্রাম এছাড়াও আরো অনেক অনেক কিছু। আমাদের দেশের জাদুঘর যেমন গুটিকয়েক, বাইরের দেশে কিন্তু জাদুঘরের সংখ্যা এমন নয়। সেখানকার মানুষ এইসব জাদুঘরের মাঝেই ফিরে পেতে চায় তাদের অতীত। এমনই তিনটি জাদুঘর নিয়ে আজকের আলোচনা, যা এই বছরে চালু হতে যাচ্ছেঃ
১) মিউজিয়াম অব দ্য আমেরিকান রেভোল্যুশন
অবস্থানঃ ফিলাডেলফিয়া, পেনিসিলভেনিয়া
চালু হবেঃ ১৯ এপ্রিল, ২০১৭
প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের উত্থান থেকে শুরু করে সমস্ত আমেরিকার ইতিহাস থাকবে এই জাদুঘরের মাঝে। আমেরিকান গৃহযুদ্ধ, অ্যাংলো স্যাক্সন ইতিকথা ইত্যাদি নানা বিষয় তুলে আনা হবে এই জাদুঘরে।

২) আমেরিকান রাইটার্স মিউজিয়াম
অবস্থানঃ শিকাগো, ইলিনয়
চালু হবেঃ (সঠিক সময় পাওয়া যায় নি তবে অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি সময়ে) , ২০১৭
আমেরিকান বিখ্যাত সব লেখক ও তাদের লেখার পেছনের কথা নিয়ে বলা হবে এই জাদুঘরে। যারা বই পড়তে পছন্দ করেন, ইতোমধ্যেই তাদের নজর কাড়তে সমর্থ হয়েছে এই মিউজিয়ামের মডেল। লেখনী যেন জাগ্রত করে তোলা হয়েছে এই মিউজিয়ামের মাধ্যমে।

৩) মিউজিয়াম মাকান
অবস্থানঃ জাকার্তা, ইন্দোনেশিয়া
চালু হবেঃ নভেম্বর, ২০১৭
মাকান ( মিউজিয়াম অব মডার্ণ এন্ড কন্টেমপোরারি আর্ট ইন নুসানতারা),এই মিউজিয়ামটি হবে ইন্দোনেশিয়ার প্রথম জাদুঘর যেটি কিনা বর্তমানে কলা ও শিল্পে যেসব কাজ করা হচ্ছে, তা নিয়ে প্রদর্শিত হবে। এর প্রদর্শনী কক্ষ প্রায় ২০,০০০ স্কয়ার ফিট দীর্ঘ হবে এবং ৫০০০ স্কয়ার ফিট দীর্ঘ স্থানে নানা ধরণের মূর্তি ও ভাস্কর্য প্রদর্শিত হবে।

সূত্রঃ smithsonian.org