দিন যত যাচ্ছে, আমরা প্রযুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছি। একটি করে নতুন বছর শেষ হচ্ছে আর আমরা যেন উন্নতির পথে আরেকটু অগ্রসর হচ্ছি। এই তো কিছুদিন পরেই চলে আসছে একটি নতুন বছর। তার মানে ২০১৬ সালে আমাদের জীবনে কি ঘটল তা আমরা ভুলে যাব? আসুন এক নজরে দেখে নেয়া যাক ২০১৬ সালের সেরা প্রযুক্তির তালিকায় কি কি রয়েছেঃ
১) MicFlip:
দেখতে খুবই সাধারণ এই গ্যাজেটটি একই সাথে ইউ এস বি কেবল ও মাইক্রো ইউ এস বি কেবলের কাজ করে।

২) OnePlus 3T
এটি একটি অসাধারণ নেক্সট জেনারেশন স্মার্টফোন। মূল্যও নাগালের মধ্যে হবার কারণে পশ্চিমে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

৩) Dyson Sypersonic
দ্রুতগতির এই হেয়ার ড্রাইয়ারটি আপনার চুলকে তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে সাহায্য করবে।

৪) Beats Solo 3
ওয়্যারলেস হেডফোন যারা পছন্দ করেন, তাদের কাছে ইতোমধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পরিষ্কার ও অসাধারণ সাউন্ড কোয়ালিটির মাধ্যমে এটির ব্যবহার মানুষের কাছে হয়ে উঠেছে সহজ।

৫) Sony A6300
পিকচার কোয়ালিটির জন্য এই ক্যামেরাটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এর সাহায্যে 4k ভিডিও তৈরি করা যায়।
সূত্রঃ Mashable.com