জাপানভিত্তিক প্রতিষ্ঠান সনি আরেকটি ফোন এনেছে , যার নাম ‘সনি এক্সএ আল্ট্রা’।বাজারে এসেছে সেলফি ক্যামেরা প্রধান এই ফোন। ফোনটির প্রধান সম্পদ এর ফ্রন্ট ক্যামেরা। এতে ১৬ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এর ইনবিল্ট মেমোরি ১৬ জিবি। মাত্র দশ মিনিট চার্জ দেওয়া হলে সাড়ে পাঁচ ঘণ্টা চলতে পারে ফোনটি, এমনটাই দাবি নির্মাতাদের।
৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই ফোনে আরও আছে অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, ৩ জিবি র্যাম, ১৬ জিবি ইনবিল্ট মেমোরি
ডুয়েল সিম সুবিধার এই ফোনের মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ২০০ জিবি পর্যন্ত।১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এই ফোনের রিয়ার ক্যামেরাও দারুণ, ২১.৫ মেগাপিক্সেলের।২৭০০ এমএএইচ ব্যাটারির ফোনটি কানেক্টিভিটির দিক থেকে থ্রিজি, ফোরজি, জিপিআরএস, ব্লু টুথ ৪.১ সমর্থন করবে।