মজিলা ফায়ারফক্সের তৃতীয় ভার্শনের পর চতুর্থ ভার্শনে অনেকেরই বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। আর অনেকেই এটাকে আনস্ট্যাবল একটা ভার্শণ বলে আক্ষায়ীত করেছে। তবে ইদানিং অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো করেই আপগ্রেডের ডাক দিয়ে যাচ্ছে মজিলা ফায়ারফক্স। সপ্তাহ খানেক আগে যেখানে সবাই মজিলা ফায়ারফক্সের পঞ্চম ভার্শনে আপগ্রেড হলো,  আবার এখনো অনেকে চতুর্থ ভার্শনেই অবস্থান করছে সেখানে কাল হঠাৎ করেই ব্রাউজার বলে উঠলো মজিলা ফায়ারফক্সের ষষ্ঠ ভার্শনে আপগ্রেড হতে। খবরের কাগজ/ওয়েবগুলোতে কোন খবর পাওয়ার আগেই যেন সবাই আপগ্রেড হয়ে গেল !!!

যাইহোক, জনপ্রিয় এই ব্রাউজারটির প্রতিটা আপগ্রেডেই সবার মাঝে নতুনত্ব নিয়ে আগে। তবে গুগলক্রোম যে একটি প্রভাবশালী ব্রাউজার তার প্রমান মিলে সাম্প্রতিক সময়ের ব্রাউজার আপগ্রেড দেখলে। এবারের আপগ্রেডেও তার এবটি ছায়া দেখা যায়। ক্রোমের মতো মজিলা ফায়ারফক্সেও ওয়েব ঠিকানার মূল অংশকে হাইলাইট করবে।

এটি মজিলা ফায়ারফক্স ৫ ভার্শনের চেয়ে ২০ ভাগ দ্রুত লোড হবে বলে জানা যায়। আর ডেভলপারদের জন্যও বেশ কিছু সুবিধা থাকবে এই ভার্শনে।

তথ্য সূত্রঃ মজিলা ফায়ারফক্স ব্লগ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here