বর্তমানে ব্লগিং বিষয় টি সর্ব স্তরে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্লগিং এর জন্য বর্তমানে অনেক কনটেন্ট ম্যেনেজমেন্ট সিস্টেম তৈরী হয়েছে। যেমনঃ- ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল ইত্যাদি। অনেকে তাদের নিজস্ব হোষ্টিং সাইটে নিজের জন্য ব্লগ খুলে থাকেন। ব্লগ খোলার পর তাদের ব্লগের আউট লুক বা ডিজাইন নিয়ে অনেকে মাথা ঘামান। তাদের কিছুটা স্বস্তি দেবার জন্য এখানে আমি ১০টি বিভিন্ন ক্যাটাগরির ফ্রি ওয়ার্ডপ্রেস থিম দিচ্ছি। আশা করি অনেকেই উপকৃত হবেন।
ফটো ব্লগার দের জন্যঃ
স্ন্যাপশট
ম্যাগাজিন স্টাইলঃ
দ্যা মরনিং আফটার
প্রিমিয়াম নিউজ
মেটা-মর্ফসিস
পোর্টফোলিও স্টাইলঃ
ইরেস্টেবল
ব্লগিং স্টাইলঃ
বুনো
রকস্টার
মেইন স্ট্রিম
ব্লগ থিম
ভাইয়া দারুণ পোস্ট হয়েছে।বিশেষ করে ম্যাগাজিন স্টাইলের দ্যা মরনিং আফটার এবং প্রিমিয়াম নিউজ থিম দুইটি চমৎকার।
হুম ঠিক বলেছেন। আমি একবার প্রিমিয়াম নিউজ থিমটা এডিট করেছিলাম + বাংলা করেছিলাম। এডিট করেছিলাম কারন থিমটার পোষ্ট থাম্বনেইল এ সমস্যা ছিলো।
কয়েকটি থীম আসলেই দারুন। ধন্যবাদ।
দারুন তো হবেই। কারন সব গুলোই “Woo Themes” এর। আর ওদের থিম গুলো আসলেই খুব মানসম্পন্ন