আপনি কি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন? আমি তো করি আর সুধু আমি আপনি না, এটা বর্তমানে পৃথিবীর ১ নাম্বার ওয়েব ব্রাউজার (ব্যবহারের দিগ দিয়ে)। তবে এমন না যে গুগলের প্রোডাক্ট মানেই সেটি একেবারে নিখুঁত হবে।
ক্রোমের কিছু কিছু সমস্যা আছে যেটার মধ্যে অন্যতম র্যাম কিলার বা অতিরিক্ত র্যাম ব্যবহার করা। আপনার পিসি যদি একটু লো কনফিগারের হয়ে থাকে তবে তো কথাই নেই। ব্রাউজারে একই সাথে অনেক গুলা ট্যাব ওপেন করলেই দেখবেন আপনার পিসি হ্যাং করে বসে আছে।
গুগল যে বিষয়টি জানে না সেটা ঠিক না। আর সে জন্যই তারা নিয়ে এসেছে ক্রোমের নতুন আপডেট। গুগলের ভাষ্য অনুযায়ী তাদের নতুন এই আপডেট টি আগের তুলানায় প্রায় ১০% পর্যন্ত ফাস্টার কাজ করবে।
সে হোক আপনার পিসি বা মোবাইল অথবা ট্যাব।
এখন কথা হল কি করে আপনার পুরনো ভার্সনের ব্রাউজারটি আপডেট করবেন?
খুবই সহজ, প্রথমে মেনু বারে ক্লিক করুন এবং নিচে একেবারে নিচের দিকে দেখুন “Help & About” নামের একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।
পরবর্তীতে গুগল আপনাকে বলে দিবে যে, আপনি তাদের কতোতম ভার্শন ব্যবহার করছে এবং আপনার জন্য যদি নতুন ভার্শনটি এসে থাকে তবে সেটিও দেখিয়ে দিবে। তারপর ব্রাউজারটি রিস্টার্ট বা রিওপেন করুন এবং দেখুন ম্যাজিক।
এর পরেও যদি আপনার ব্রাউজার ফাস্ট কাজ না করে তবে কিছুদিন আগে আমরা একটি পোস্ট শেয়ার করেছিলাম যেখানে দেখানো হয়েছিলো কি করে আপনার গুগল ক্রোম ব্রাউজার কে দ্রুত কাজ করাবেন। পোস্ট টি দেখতে এই লিংক থেকে ঘুরে আসতে পারেন।
এখন প্রশ্ন হল, আপনি ক্রোমের কোন ভার্শনটি ব্যবহার করেন? আপডেটেড নাকি সেই পুরনোটি? আপনার অভিজ্ঞতা বা সমস্যা আমাদের যানাতে পারেন কমেন্ট বক্সে!