আমি আজ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়ত অনেকেরই জানা। কিন্তু যারা জানেন না আশা করি তারা উপকৃত হবেন। অনেক সময় হয়তো আমাদের উইন্ডোজ এক্সপি এর প্রডাক্ট কী সাথে থাকে না বা মুখস্থ থাকে না। তখন ওএস সেটাপ দিতে গেলে আমাদের অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে আপনি চাইলে খুব সহজেই উইন্ডোজের সিডি থেকে সিরিয়াল কি বের করতে পারেন। এর জন্য আপনাকে যা যা করতে হবেঃ
১। প্রথমে পিসিতে Windows XP এর CD প্রবেশ করান।
২। তারপর My Computers ওপেন করুন।
৩। আপনার CD ড্রাইভ ওপেন করুন। (ডাবল ক্লিক করবেন না)।
৪। এখান থেকে I368 ফোল্ডার এর উপর রাইট বাটন ক্লিক করে search এ ক্লিক করুন।
৫। search এর ঘরে UNATTEND টাইপ করে search এ ক্লিক করুন।
৬। UNATTEND ফাইলটা ওপেন করুন।
৭। এই পেজের একেবারে শেষে Windows XP এর প্রডাক্ট কী টা পেয়ে যাবেন।
লেখাটা ভাল লাগুক আর নাই লাগুক অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের মন্তব্যের আশায় থাকলাম।