আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, অসুস্থতা ও নেটের সমস্যার কারণে সময় মত ১ম পর্বের উত্তর প্রকাশ করা হয়নি বলে। এই ধাঁধার আসরে প্রতি সপ্তাহে একটি করে পর্ব প্রকাশ করা হবে, যা শিরনাম দেখেই হয়তো বুঝতে পেরেছেন। প্রতি পর্বে ৩টি করে ধাঁধা দেয়া হবে। সকলেই সেই সব ধাঁধার উত্তর দেয়ার চেষ্টা করতে পারবেন। ধাঁধার উত্তরের জন্য পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে।
পয়েন্ট বণ্টন হবে নিম্নরূপ-
ক : প্রতিটি (প্রথম) সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে ৫ পয়েন্ট করে।
খ : ৩টি (প্রথম) সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে বোনাস ৫ পয়েন্ট।
গ : প্রতিটি পরবর্তী সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে ৩ পয়েন্ট করে।
ঘ : ভুল উত্তরের জন্য কোন পয়েন্ট কাটা যাবে না।
সতর্কতা : প্রশ্নে ব্যাখ্যা না চাইলে ব্যাখ্যা দেয়ার দরকার নাই।
উত্তর প্রদান : এক সাথে ৩টি বা ২টি অথবা ১টি উত্তর দেয়া যাবে।
উত্তর পরিবর্তন : একই ধাঁধার উত্তর একাধিক বার দেয়া যাবে। সর্বশেষ প্রদত্ত উত্তরটিই যাচাই করার জন্য বিবেচ্য হবে।
উত্তর প্রদানে সময়সীমা : পরবর্তী পর্ব পর্যন্ত।
সঠিক উত্তর আর পয়েন্ট তালিকা পরবর্তী পর্বে প্রকাশ করা হবে। এবং পয়েন্ট তালিকা প্রতি পর্বে আপডেট করা হবে।
পর্ব : ০২
৪ নং ধাঁধা: নিচে পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন। ছবি দুটিতে কয়টি পরিবর্তন করা হয়েছে এবং সেগুলি কোথায়? (ছবিতে দেখাতে হবে।)
৫ নং ধাঁধা: ধরুন আপনার সামনে কোথাও আগুন লেগেছে। আপনার ডান হাতের কাছেই আছে এক বালতি ঠান্ডা পানি আর বাম হতের কাছে আছে এক বালতি ফুটন্ত গরম পানি। কোন বালতির পানি আপনি আগুন নেভাবোর জন্য ব্যবহার করবেন? (আপনার উত্তরের পক্ষে যুক্তি দেখান।)
৬ নং ধাঁধা: ১ থেকে ২০০ এর মাধ্যে বর্গ সংখ্যা কতটি ও কি কি?
উদাহরণ ৫ এর বর্গ ২৫, ৭ এর বর্গ ৪৯। এখানে বর্গ সংখ্যা হচ্ছে ২৫ ও ৪৯। বাকিগুলি বের করুন।
এবার উত্তর দিতে শুরু করুন।
পর্ব ০১ এর সঠিক উত্তর-
১ নং ধাঁধার উত্তর:
২ নং ধাঁধার উত্তর:
রাতের আকাশের তারা, সৈকতের বালি।
৩ নং ধাঁধার উত্তর:
মানুষের পায়ের আঙ্গুলের কোনই কাজ নেই। এগুলি না থাকলে তেমন কোন সমস্যাই হয় না। এগুলি মানষ তাদের পূর্ব পুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে।
পয়েন্ট তালিকা
- ওয়াহেদুল আরেফিন : ৮
DJ RIDOY : ৬
Md.Mamunur Rashid : ৬
Salman saleh : ৬
FAROOQ : ৫ (১ নং উত্তর ব্যাখ্যা না করায় ১ পয়েন্ট কম দেয়া হলো।)
Jahan Jakpol : ৫
Jibon Krishno Debnath : ৩
aslam : ৩