দেশের সকল জেলা-উপজেলা পর্যায় পুরুষ ও মহিলা সংবাদদাতা / প্রতিনিধি নিয়োগ চলছে বা সাংবাদিকতার চাকরি দেওয়া হচ্ছে। যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করতে পারবেন। আগ্রহী দক্ষ সংবাদ প্রতিনিধিদের আমাদের নির্ধারিত ইমেইলে সিভি জমা দিতে হবে। আপনার সিভি জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে রংপুর টুডে প্রতিনিধি বাচাই কার্যক্রমে নিয়োজিত টিম আপনাদের সিভি পর্যালোচনা করে ই-মেইল মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে রংপুর টুডে এর সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।
সাংবাদিকতার চাকরি
সাংবাদিকতার চাকরি শিক্ষাগত যোগ্যতাঃ
ইউনিয়ন প্রতিনিধি
স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলায় নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিভাগের SSC পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ৭৫০০ টাকা
উপজেলা প্রতিনিধি
স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলায় নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিভাগের HSC পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ১০০০০ টাকা এবং আরো অনেক অর্থনৈতিক সুযোগ সুবিধা থাকবে।
জেলা প্রতিনিধি
স্থানীয় সাংবাদিকদের নিজস্ব জেলায় নিয়োগ দেওয়া হবে। যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ১৫০০০ টাকা
নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করার নিয়মঃ
১। আমাদের ইমেইলে সিভি পাঠাতে হবে।
(Email: rangpurtoday24@gmail.com)
২। পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই থাকতে হবে।
৩। ভোটার আইডি কাডের ১ম অংশ ও ২য় অংশ উভয়ই থাকতে হবে অথবা জন্ম নিবন্ধন পাঠাতে হবে।
৪। মোবাইল নম্বর থাকতে হবে।
নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সুবিধাঃ
১। রংপুর টুডে.কম কর্তৃপক্ষ কর্তৃক চুড়ান্ত প্রতিনিধিদের যোগদান করার ০১(এক) মাস তাদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে।
২। সিনিয়ারিটি ও দক্ষ অনুযায়ী রংপুর টুডে.কম এর প্রতিনিধি পদ প্রদান করা হবে।
৩। রংপুর টুডে এর পক্ষ থেকে ক্যামেরা, মাইক্রোফোন এবং প্রথমে আইডি কার্ড প্রদান করা হবে।
৪। ০৩ মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের রংপুর টুডে.কম এর পিভিসি কার্ড প্রদান করা হবে। এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসাবে পরিগণিত হবে।
৫। নিজ এলাকায় কাজ করার সুবিধা
সংবাদ প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১। এমন সংবাদ প্রেরণ করা যাবে না যে কারো লেখার সাথে হুবাহুব মিলে যায় তবে ঘটনা একই হতে পারে।
২। প্রেরিত সংবাদের সহিত সংবাদ সর্ম্পকিত ছবি পাঠানোর চেষ্টা করতে হবে।
৩। নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রেরণ করতে হবে।
৪। সম্পর্ণ বাংলায় কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আকারে সংবাদ প্রেরণ করতে হবে।
৫। প্রতিবেদন প্রেরণকারীর নাম ও মোবাইল নম্বর তার প্রেরণকৃত রিপোর্ট এ থাকতে হবে।
৬। কোন সংবাদ প্রেরণে দেরি করা যাবে না। রিপোর্ট তৈরি করার সাথে সাথেই প্রেরণ করতে হবে।
বিস্তারিত দেখার জন্য ক্লিক করুন এখানে