কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কয়েক দিন আগে, হঠাৎ দেখি আমার ফেইসবুক এ এক ভাই মেইল করেছেন। কি জন্য ? উনি একটি গ্রাফিক্স কার্ড কিনবেন। এখন কোনটি কিনবেন ? এবং এও জানতে চাচ্ছিলেন তার পছন্দের গ্রাফিক্স কার্ড টির পারফর্মেন্স কেমন। অনেক ঘাটা ঘাঁটি করলাম ইন্টারনেট এ। শেষ পর্যন্ত একটি ওয়েবসাইটের দেখা পেলাম, যেখানে আপনি দুইটি গ্রাফিক্স কার্ড (একই ভেন্ডর অথবা ভিন্ন ভিন্ন ভেন্ডর) এর মধ্যে কম্পেয়ার করে দেখতে পারবেন।
এই সাইট টি গ্রাফ এর সাহায্যে আপনাকে,
- পাওয়ার কন্সাম্পশন (power Consumption)
- মেমোরি ব্যান্ডউইথ (Memory Bandwidth)
- টেক্সেল রেট (Texel Rate)
- পিক্সেল রেট (Pixel Rate)
কোন কোন ক্ষেত্রে আবার লেটেস্ট গেমের পারফর্মেন্সও আপনাকে দেখাতে পারে। এর সাহায্যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন, ঠিক কোন কার্ড টি আপনি কিনতে চান।
প্রথমে, হার্ডওয়্যার কম্পেয়ার (Hardware Compare ) সাইট টিতে যান, (সাইট এর ঠিকানা; http://www.hwcompare.com)
এবারে দেখুন দুটো ড্রপ ডাউন মেন্যু দেয়া আছে, এখান থেকে নির্বাচন করে দিন, আপনি ঠিক কোন কোন গ্রাফিক্স কার্ড এর মধ্যে কম্পেয়ার করতে চান।
নির্বাচন করা হয়ে গেলে কম্পেয়ার নামন বাটন টি কে প্রেস করুন।
ব্যাস হয়ে গেল, এবার দেখুন আপনাকে সমস্ত বেঞ্চ মার্ক গুলো দেখিয়ে দিচ্ছে……
এ ছাড়াও আপনাকে, আপনার নির্বাচন করা গ্রাফিক্স কার্ড দুটোর স্পেসিফিকেশন, বর্তমান দাম ইত্যাদিও দেখিয়ে দিবে।
আমি আমার কম্পিউটার টি কেনার আগে যদি এই সাইট টির দেখা পেতাম তবে আমার জন্য খুবি সহজ হত গ্রাফিক্স কার্ড নির্বাচন। কি করা, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমার ধারনা আপনাদের এই ধরনের ঝামেলা অনেক কমিয়ে দিবে এই সাইট টি।
পোস্ট টি এবং সাইট টি কেমন লাগল জানাতে ভুলবেন না।
উপকারী পোস্ট।। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ।
কার্ড কিনা ফালাইছি 🙁 আগে দিতে পারলেন না 😛
আমি কি করব ? আমিও আগে কার্ড কিনছি …… পরে এটা পাইছি 😳
হেঃ হেঃ আমি এখনো কিনি নাই তবে কিনবো:lol:
আমি লাকি :lol:…………………
ইয়া হু…………………
হুম, কারো পৌষ মাস , আর কারো সর্বনাশ … 👿
সুন্দর একটা সাইটের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ …
Riazul vai ke dhonno badd, post ti pore darun laglo,ami compare korar por r performance er dik theke Ati Radeon HD5850 card ti kinesi.also thanks to Imtiaz Mahmud vai ke.
XFX ATI RADEON HD5850 (Black Edition)
ভাল জিনিষ দিয়েছেন। ধন্যবাদ। 🙂
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।