আসসালামুয়ালাইকুম……
যারা গ্রাফিক্স ডিজাইনার হতে চান একটু কস্টো করে সম্পুর্ন পোস্টি পরেন আপনারই উপকার হবে।
আমি মোঃ শরীফুল ইসলাম।আপনাদের সামনে নিয়ে আসিতেছি একটি সম্পুর্ন ফ্রী গ্রাফিক্স কোর্স ।বর্তমান সময়ে জনপ্রিয় হল গ্রাফিক্স ডিজাইন। অনলাইনে ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েই চলছে। চাকরি থেকে শুরু করে অনলাইনে ভালো মানের ডিজাইনাদের চাহিদা অনেক এবং বিভিন্ন মার্কেটপ্লেসগুলতেও এর চাহিদা ও আনেক। তাই গ্রাফিক্স ডিজাইন হতে পারে আপনার কেরিয়ার এর একটা অংশ।
অনেকেই আছে যারা কোন প্রতিষ্ঠানে গিয়ে প্রচুর সময় নষ্ট করে শিখার এবং অনেকের আবার পর্যাপ্ত টাকা দিয়ে কোর্স করার মত সমর্থ নাই্ ।তাই এখন সবাই চায় ঘরে বসে অনলাইনে শিখতে।তাই আমি সকলের কথা চিন্তা করে এমন একটা পুর্নাজ্ঞ চেইন গ্রাফিক্স কোর্স চালু করতে যাইতেছি যেখান থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর ভিডিও টিউটরিয়াল এর সাথে বর্ণনাও দেওয়া হবে এবং সাথে প্রতিটি প্রজেক্ট এর সোর্স ফাইল দিয়ে দেওয়া হবে যাতে করে সবাই সহজেই অনুশীলন করতে পারে। আর এই কোর্সটি হবে সম্পুর্ন ফ্রী।শুথু আপনাদের দোয়া এবং ভালবাসা সাথে থাকলেই হবে।আমি আমার এই কোর্সটি এমন ভাবে সাজিয়েছি যেখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর সবগুলা টুলস এবং টেকনিক প্রতটি প্রজেক্ট এর মাথ্যমে শিখানো হবে। ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি আপনারা যদি আমার সাথে থাকেন এবং আমাকে সহায়তা করেন আমি আপনাদের গ্রাফিক্স ডিজাইন শিখার জন্য পুর্নাজ্ঞ সহায়তা করতে পারব।চলুন দেখে নেই এই পুর্নাজ্ঞ চেইন কোর্স এ কী কী থাকবে………
1. Work In Photoshop
Introduction to Photoshop
Customize the Photoshop Workspace
Manage Layers
Crop, Move, & Straighten Images
Repairing Images
Creating Raster Images
Use the Shape Drawing Tools
Type Special Effects
Modify Images with Masks
Apply Special Effects to Layers
Using Smart Objects
Batch Process Files
Creating & Editing Video
2. Work in Illustrator
Introduction to Illustrator CC
Create documents with basic shapes
Create custom paths
Work with text
Insert typographic characters
Import and link graphics
Manipulate objects
Distort text with text envelopes
Prepare documents for deployment
Organize objects with layers
Apply color using live paint
Create special effects and 3D effect.
3. How to design a Professional Logo.
4. How to design a professional Business Card.
5. Flyer Design.
6. Banner.
7. Billboard Design.
8. Brochure design.
9. Others.
বিঃদ্রঃ সকল প্রকার আপডেট এবং ভিডিও টিউটরিয়াল পেতে নিচের গ্রুপ এ যোগদান করেন এবং সমস্যাগুলো গ্রুপ এ বলেন। এবং পোস্টটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই শিখতে পারে।
Group: https://www.facebook.com/groups/designyourcreativity/
Many many thanx… But i want to get all this update through email… Can you help me sir, please.