সনি বাজারে নিয়ে আসছে পঞ্চম প্রজন্মের স্টেনলেস এডিশন স্মার্টওয়াচ। বর্তমান সময়ের টেক ফ্যাশনের নতুন মাত্রা হচ্ছে সনির স্মার্টওয়াচ। বাজারে অনেক নামীদামী ব্র্যান্ডের স্মার্টওয়াচ আছে এর মদ্ধে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপল এবং স্যামসাং। এর পরে তৃতীয় অবস্থানেই আছে সনি। নতুন এই স্মার্টওয়াচ কে ঘিরে সবাই বেশ উৎসাহ প্রকাশ করেছে।
আসুন এক নজরে দেখে নেই কি কি আছে নতুন এই স্মার্টওয়াচে-
এতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই স্মার্টওয়াচে ১.৬ ইঞ্চির, ৩২০ x ৩২০ ট্রান্সফ্লেকটিভ এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে বিল্ট ইন জিপিএস হেল্প ট্রেকার যুক্ত করা হয়েছে। সনি আগের কোন মডেলে এই ধরনের ট্রেকার ব্যবহার করেনি।
স্মার্টওয়াচের বডি পুরটাই স্টেনলেস স্টিলের তৈরি। কোম্পানী জানায় এটিকে আরো পরিবর্তন করা হবে। সনি তার সকল প্রোডাক্টসমূহে প্রযুক্তির নতুন ছোয়া নিয়ে আসে, স্মার্টওয়াচও তার ব্যতিক্রম হয় নি। এই স্মার্টওয়াচের মেটাল বেন্ড সিলিকন কাউন্টারপার্টের চেয়ে শক্ত এবং একটু ভারি। নিচের ছবিটি খেয়াল করলে এক নজরে এর সব ফিচার সম্পর্কে জানতে পারবেন।
এটির দাম ধরা হয়েছে ২২৯.৯৯ ইউরো। বিস্তারিত আরও জানতে এই লিংকে ভিজিট করতে পারেন।