ছোটদের জন্য মজার এক ওয়েবসাইট চালু করেছে পারফেট্টি ভ্যান মেলের ব্র্যান্ড অ্যালপেনলিবে। যেখানে শিশুরা গেমস, শিক্ষণীয় উপকরণ, গল্পের বইসহ নানা কিছু পাবে। এ ছাড়া ছবি আঁকা কিংবা বাংলাদেশ সম্পর্কে খেলায় খেলায় জানার সুযোগও আছে।
এই সাইটে বিনা মূল্যে নিবন্ধন করে শিশুরা নিজেদের লেখা গান, কবিতা কিংবা যেকোনো কিছু শেয়ার করতে পারবে। গত ১৪ এপ্রিল ওয়েবসাইটটি চালু করা হয়। পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক সানিয়া মাহমুদ বলেন, ‘অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিশ্চিন্তে এই সাইটে প্রবেশ করার অনুমতি দিতে পারেন। ভবিষ্যতে আমরা ক্লাবের সদস্যদের জন্য বেশ কিছু সুবিধা দেব।’
সাইটটির ঠিকানা: www.alpenliebeklub.com l