ভারতের বাজারে রেডমি থ্রিএস উন্মোচন করছে শাওমি। জুনে এটি প্রথম চীনা গ্রাহকদের হাতে আসে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
দুটো পৃথক মেমোরি ও অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন রেডমি থ্রিএস পাওয়া যাবে। ২ জিবি র্যাম ও অভ্যন্তরীণ তথ্য ধারণ ক্ষমতা ১৬ জিবি সম্পন্ন ডিভাইসটিরদাম ভারতীয় মূল্যে পড়বে প্রায় ৭ হাজার রুপি। এছাড়া ৩ জিবি র্যা ম বিশিষ্ট ৩২ জিবিতথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন রেডমি থ্রিএসটির দাম প্রায় ৯ হাজার রুপি।