“বিসমিল্লাহির রহমানীর রাহীম”। আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমত ও করুনায় ভালোই আছেন। আলহামদুলিল্লাহ 🙂 আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমার নেটের সমস্যা আর মানসিক সমস্যা কারণে ইচ্ছা থাকা সর্ত্ত্বেও কোন কিছু নিয়ে আর লেখা হয়ে ওঠে নি। আজ সময় পেলাম তাই লিখতে বসলাম। কিন্তু লিখতে বসেই যে একটা বিপদে পড়ে গেলাম 😀 সেটা কি জানেন? কি নিয়ে লিখবো? অনেক ভেবে ভেবে ভাবলাম এখন তো প্রচুর গরম পড়ছে তাই কেন না ডাবের জলের উপকারীতা নিয়েই লিখা যাক। তো যাই হোক .. যেই কথা সেই কাজ।
খাদ্য গুণে ডাবের জলঃ
এখন বৈশাখ মাস। আর এই বৈশাখের প্রচন্ড গরমে আমরা সবাই ক্লান্ত। গরমের চোটে হেলে পড়তে মন চায় আমাদের দেহ। অত্যাধিক গরমের কারণে শরীর ঘেমে গিয়ে বেরিয়ে আসে শরীরের নানান খনিজ লবণ। যাতে দেহ হয়ে যায় পানি শূন্য। তখন পিপাসায় ফেটে যায় বুকটা । যেন মন চায় : আহহহ হাতের কাছে যদি এক গ্লাস ঠান্ডা পানি পেতাম ? উফফ চরম হতো! কিন্তু পানি খেলে তো আমাদের শুধু পিপাসা মেটে। শরীর থেকে যে সব লবণ বের হওয়ার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ে সেই লবণ তো আর পূরণ হলো না। এই সমস্যা দূর করার জন্য আমাদের খাদ্য তালিকায় থাকে নানান ধরনের ফলের শরবত , কোমল পানীয় , ডাবের ডল আরো কত কি! অনেকে এই গরমে কিছুটা আরাম পেতে প্রচুর পরিমাণে সফটড্রিকংস পান করেন। কিন্তু কোমল পানীয় নাম হলেও তা কিন্তু আসলেই কোমল না। শরীরের জন্য মারাত্তক ক্ষতিকর। এই বিষয়েও আমি এর আগে লিখেছি। আপনারা চাইলেই এখানে ক্লীক করে “কোমল পানীয় এর ক্ষতিকর দিকগুলো” পড়ে নিতে পারেন। যাই হোক যদি শরীরের স্বাস্থ্যের কথা মাথায় রাখেন তাহলে গলার পিপাসা আর শরীরকে সতেজ রাখতে ডাবের পানির কোন তুলনা নেই।কারণ ডাবের পানি শুধুমাত্র পানীয় হিসেবেই সীমাবদ্ধ নয়, এটিতে রয়েছে প্রচুর পরিমাণে লবণ ও নানারকম রোগ প্রতিরোধ ক্ষমতা। যা অনেক জটিল রোগ নিরামক হিসেবেও কাজ করে। আর এ সম্পর্কেই নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
রোগ নিরাময়ে ডাবের জলঃ
- গরমে হাইড্রেশনের সমস্যায় ডাবের জল কার্যকারী ভূমিকা পালন করে।
- ডাবের জল কলেরা প্রতিরোধ বা উপশমে কাজ করে।
- হজম শক্তি বৃদ্ধি করে।
- ব্যায়ামের পর ডাবের জল পান করলে শরীরের ফ্লইডের ভারসাম্য বজায় রাখে।
- ঘামাচি, ত্বক পুড়ে গেলে বা র্যাশের সমস্যায় ডাবের জল লাগালে আরাম পাবেন।
- ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।
- ব্লাড সার্কুলেশন ভালো করতে ডাবের জল উপকারী।
- ডাবের জল গ্রোথ বাড়াতে সাহায্য করে।
- বদহজম দূর করে।
- কোলাইটিস, গ্যাসট্রিক, আলসার, ডিসেন্ট্রি ও পাইলসের সমস্যায় কাজে দেয়।
- ঘন ঘন বমি হলে ডাবের জল ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
- ডাবের জলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আমাদের শরীরের জন্য উপকারী।
- কিডনীতে পাথর সমস্যায় দূর করতে ঔষুধ হিসেবে কাজ করে।
ডাবের জল আর কোমল পানীয় এর মধ্যে পার্থক্যঃ
- ডাবের জলে সোডিয়াম রয়েছে ২৫ গ্রাম। এনার্জি ড্রিকংসে যার পরিমাণ ২০০ গ্রাম। বেশি সোডিয়াম শরীরের পক্ষে ক্ষতিকর।
- সুগারের দিক থেকেও ডাবের জল খুবই উপকারী। কেননা ডাবের জলে সুগার আছে মাত্র ৫ গ্রাম। কিন্তু কোমল পানীয়তে সুগারের মাত্রা ১০-২৫ । যা আমাদের জন্য ক্ষতিকর।
- ডাবের জলে প্রচুর পরিমানে পটাশিয়াম রয়েছে । যা আমাদের হার্টের জন্য অত্যন্ত উপকারী। কোমল পানীয়তে যা নেই।
- কোমল পানীয়তে ক্লোরাইড ৩৯ গ্রাম। ডাবের জলে এর পরিমাণ ১১৭ গ্রাম। যার ফলে ডাবের জল আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে।
আমরা অনেকেই এত উপকারী একটি ফল ডাব সম্পর্কে অনুচ্ছিক। কেউ কেউ ডাবকে অবহেলা করে থাকেন। আবার অনেকে বলেন: ধুর! ডাব খেয়ে কি হবে? চল গিয়ে কোমল পানীয় খাই। কিন্তু এই অবহেলিত ডাবের জলই যে আপনার দেহের রোগের ওষুধ হতে পারে তা কেউ একটিবারের জন্যও ভেবে দেখেন না। ডাবের ভেতরের জল আল্লাহর দেয়া রহমত। সুতরাং এই রহমতকে অবহেলা না করে তা নিজের জীবনে কাজে লাগানোই হলো সত্যিকারের বুদ্ধিমানের পরিচয়। মূলত ডাবের উপকারীতা সবার সামনে স্পষ্ট করার জন্যই আমার এত কষ্ট করে লেখা। যদি আপনারা আমার এই লেখাটা পড়ে বিন্দুমাত্র নিজেদের প্রতি সচেতন হন তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। ইনসাআল্লাহ।
সবার উপর আল্লাহর অশেষ রহমত ও করুনা নাযিল হোক। আমীন।
– মোঃ আব্দুর রহিম
আস সালামু আলাইকুম। খুব সুন্দর একটা পোষ্ট শেয়ার করলেন। বিশেষ করে ডাবের জল আর কোমল পানীয়- দুটোর মধ্যকার পাথক্যটা পোষ্টের সৌন্দয বাড়িয়েছে। তবে পোষ্টটা পড়ে ডাব বিক্রেতার অজ্ঞান হবার বিষয়টি আবার মনে পড়ে গেল। পরিশেষে সকল সমস্যার সমাধান হয়ে আপনি আমাদের জন্য ঘন ঘন পোষ্ট লিখুন- এ কামনায় শেষ করছি। আপনার ব্লগে কেন ডুকতে পারছি না- এ জন্য বেশ খারাপ লাগছে।
ধন্যবাদ ভাইয়া .. আশা করি পাশ থাকবেন আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদের আরো গুরুত্বপূর্ণ পোষ্ট শেয়ার করতে পারি। 8)
আর হ্যা আমার ব্লগের লিংটা আপডেট করে দিয়েছি। আপনি চাইলে আপনার ওয়েবসাইটা একবার চোখ বুলিয়ে আসতে পারেন। 😯 লিংটা হলোঃ http://www.it-world-bd.blogspot.com/
ভাই বেশ স্বাস্থ্য সচেতন 🙂 আপনার পোস্ট দেখে তাই মনে হয়ঃ)
তা তো অবশ্যই .. কথায় আছে না .. শরীর ঠিক তো সব ঠিক 😀
শরীরকে সতেজ রাখতে ডাবের জল এবং এর উপকারীতা : বিজ্ঞান ☼ প্রযুক্তি
[url=http://www.gc2i01gw0i4370v3ps5h53uvo38eq43qs.org/]uvobypifrl[/url]
avobypifrl
vobypifrl http://www.gc2i01gw0i4370v3ps5h53uvo38eq43qs.org/
安曼国际体育场的喧嚣还在继续,卡马乔几乎是没有什么表情地出现在新闻发布厅中,落座,然后继续面无表情。面对自己带队的第一场失利,卡马乔显得有些茫然。上任半个多月,打了两场比赛,卡马乔到底给这支中国队带来了什么?这支球队是变好了还是变糟了?让我们给卡马乔算算账。
tiffany christening শরীরকে সতেজ রাখতে ডাবের জল এবং এর উপকারীতা : বিজ্ঞান ☼ প্রযুক্তি
I 9 lebron headband meme
jordan bred 11s restock
Thank you very much for your sharing
tension controller
Great article, and continue to register your next release.
Great this post, very thank you for your sharing
It’s not always simple to get build a formal wardrobe. You need to consider many things such as price, color, size and different fabric types. The article below will guide you through choosing clothing for any occasion.
http://www.africancaribbeansociety.com/store/
Thank’s to share This post, Mr. author.