প্রতিটি ল্যাপটপের চার্জারে একটি ডিম্বাকৃতি অংশ থাকে। চার্জারের ডিম্বাকৃতি ওই অংশটি আসলে একটি সিলিন্ডার। যার নাম ফেরিট বিড। কিন্তু,কেন থাকে এই সিলিন্ডার? ল্যাপটপ যাতে নির্বিঘ্নে চলে তার জন্যই দরকার পড়ে সিলিন্ডারটি। আমরা যখন ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করি; তখনহার্ডড্রাইভ, মাদারবোর্ড, ভিডিও কার্ড এবং অন্য বিভিন্ন যন্ত্রাংশ থেকে কম্পন ও রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি হয়। যার ফলে ক্ষতি হতে পারেল্যাপটপের ফেরিট বিড সেই ক্ষতির হাত থেকেই বাঁচায় আমাদের ল্যাপটপকে।

সেই সঙ্গে ওয়াইফাই ব্যবহার করার সময় সিলিন্ডারটি ল্যাপটপের অ্যানটেনা হিসেবেও কাজ করে। সিগন্যাল গ্রহণে সাহায্য করে।ফেরিট বিডেরভেতরে থাকে চুম্বক। সিলিন্ডারটি বানানো হয় আয়রন অক্সাইড দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here