..লেনোভোর ল্যাপটপে অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি !
বিশ্বখ্যাত লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড ক্রেতাদের জন্য নিয়ে এল অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি অফার ।অর্থাৎ বর্তমান এক বছরের ওয়ারেন্টির সাথে আরও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি যোগ হয়ে মোট ২ বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতা।এই অফার উপভোগ করার জন্য ক্রেতাকে লেনোভো ল্যাপটপটি কেনার সাত দিনের মধ্যে www.lenovopromo.net এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে ।১-লা মার্চ ,২০১৬ থেকে ৩১-শে মার্চ,২০১৬ এর মধ্যে ক্রয়কৃত লেনোভো ল্যাপটপের জন্য এই অফার প্রযোজ্য এবং রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে ১-লা মার্চ,২০১৬ থেকে ১৫-ই এপ্রিল,২০১৬ পর্যন্ত । শুধুমাত্র এন্ড ইউজারের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য , কোন কর্পোরেট ইউজার এই অফারের আওতাভুক্ত নয় । অনুমোদিত পরিবেশক দ্বারা আমদানিকৃত নোটবুক এর ক্ষেত্রেই এই অফার কার্যকর থাকবে । যে মডেল গুলোর জন্য এই অফার প্রযোজ্য সেগুলো হচ্ছে : এ৪০৪৫, এ৪০৩০, এ৪০৮০, এ৫০৮০, ওচ১০০, ওচ৩০০, ণড়মধ ৫০০, ণ৫০৭০, ণড়মধ ৩চৎড়, ত৫১৭০ ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৯৭৭৪৭৬৫০১।