গাড়িটির নাম-‘অলি’। চালকবিহীন ছোট এই গাড়িটির বিভিন্ন যন্ত্রাংশ ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি। একসঙ্গে ১২ জন যাত্রী পরিবহন করতে পারে। এজন্য এতে ব্যবহার করা হয়েছে আইবিএম ওয়াটসনের আইওটি প্রযুক্তি সুবিধা। যাত্রীদের মুখের কথা শনাক্ত করতে সক্ষম ‘অলি’ গাড়িটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা মিলবে।