আশপাশে চার্জার না থাকলেও চিন্তা নেই, যদি পকেটে থাকে ‘নোমাড’মানিব্যাগ। এই মানিব্যাগ থেকেই করা যাবে আইফোন চার্জ। চামড়ার তৈরি মানিব্যাগটিতে রয়েছে আকারে ছোট বিশেষ ধরনের ব্যাটারি কেবল।যা দিয়ে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এই মানিব্যাগ কিনতে গুনতে হবে ১৫০ ডলার।