আন আইডেন্টিফাইং ফ্লাইং অবজেক্ট বা ইউ এফ ও নিয়ে আমরা সবাই কমবেশি কৌতুহলী। আসলেই কি এমন কিছু ছিল বা আছে? মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী কি একমাত্র আমরাই নাকি আমাদের মতই জীব ছড়িয়ে আছে অন্য গ্রহ থেকে গ্রহান্তরে? থাকুক বা নাই থাকুক, এ নিয়ে আলোচনা সমালোচনা কিংবা বিতর্ক কম হয় নি। কেউ কেউ তো রীতিমত ছবি তুলে এনে ফ্লাইং সসারের অস্তিত্ব প্রমাণ করতে চেয়েছেন। তবে এই ছবিগুলো একেকটি বিস্ময়। ফটোশপ করা নাকি আলাদা কোন কারসাজি করা হয়েছে ছবিগুলোর মধ্যে সেটি একটি রহস্য।
তবে যতদিন পর্যন্ত এটি প্রমাণ না হবে, মানুষ মেতে থাকবে ইউ এফ ও নিয়ে। তাদের একটি ছবি নিয়ে আজকের এই আয়োজনঃ
ভালপারা, মেক্সিকোর একটি উড়ন্ত বস্তুঃ

এই ছবিটি নেয়া হয় ২০০৪ সালে। ম্যানুয়েল আগুয়ের নামক একজন দৈনিক পত্রিকার সাংবাদিক মেক্সিকোর ভালপারা থেকে ছবিটি তোলেন। ছবিটিতে দেখ যাচ্ছে যে কতগুলো জ্বলে ওঠা আলো একত্রে ভালপারা শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। এই ছবিটি নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা হয় কিন্তু ছবিটিকে ফটোশপের কারসাজি বলে কেউ উল্লেখ করেন নি কিংবা ছবিটির আসল রহস্য কি হতে পারে, তা নিয়েও কোন কথা এখনো ওঠে নি। অজানা এই বস্তুটি ছিল গোলাকার আকৃতির।
সূত্রঃ Educatinghumanity.com