ফেসবুক

শিরোনাম শুনে চমকে যাবেন না। এমনটি ঘটছে অহরহ সোশ্যাল এই ওয়েবসাইটে। ধরা যাক, আপনি এমন একজনের কাছ থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পেলেন যার সম্পর্কে আপনি জানেন যে সে কয়েক বছর ধরে মৃত। যদি এমন হয় তাহলে আপনি কি করবেন?

ফেসবুক সাধারণত আপনাকে সাজেশন দিয়ে থাকে এমন সব মানুষদের যাদের আপনি চিনতে পারেন কিংবা যারা আপনার বন্ধুদের সাথে মিউচুয়াল রয়েছে। কিন্তু যে মানুষটি মৃত বলে আপনি জানেন তাঁর ফ্রেন্ড রিকুয়েস্ট পেলে আপনি কি করবেন? ব্যপারটি কি ভয় পাওয়ার মত নয়? হলিউডে এ নিয়ে বেশ কিছু হরর জনরার ছবিও হয়ে গিয়েছে। কিন্তু বাস্তব তো আর হরর জনরার ছবি নয়।
এর দুটি কারণ হতে পারে। প্রথমটি হচ্ছে, আপনার মৃত বন্ধুর আইডিটি বন্ধ করা হয় নি অর্থাৎ, ফেসবুক কর্তৃপক্ষ মেমোরিয়াল পেইজে আপনার বন্ধুকে সংরক্ষণ করে রাখে নি।
দ্বিতীয়টি হচ্ছে, কেউ আপনার মৃত বন্ধুকে নিয়ে নতুন একটি একাউন্ট খুলেছে কিংবা তাঁর একাউন্টটিই হ্যাক করছে। উড়িয়ে দেবার মত ঘটনা নয় এই কারণে যে বেশ কিছু খবরে এই ধরণের ঘটনা উঠে আসছে। যদি আপনার সাথে এমনটি হয়ে থাকে, তাহলে আপনার করণীয় কি?

১) ফেসবুক কর্তৃপক্ষকে অবহিত করুন যে আপনার বন্ধুটিকে যেন মেমোরিয়াল পেইজে অন্তর্ভুক্ত করা হয়।
২) যদি ফেইক আইডি খোলা হয়ে থাকে, তাহলে এটি নিয়ে রিপোর্ট করুন ও অন্য বন্ধুদেরও আইডিটি রিপোর্ট করতে বলুন।

নানা ধরণের জালিয়াতি ও মিথ্যা সাজানো ঘটনা মৃতদের নিয়ে হচ্ছে বলেই ফেসবুক কর্তৃপক্ষ এই ঘটনাটি নিয়ে এবার বেশ নড়েচড়ে বসেছে।

সূত্রঃ nynews.co

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here