কতিপয় ফেসবুক ব্যবহারকারীদের দায়ের করা মামলার প্রথম ধাপে হেরে গেল ফেসবুক। মামলায় অভিযোগ করা হয়, ফেসবুক অবৈধভাবে ব্যবহারকারীদের মুখমন্ডল থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং সংরক্ষন করছিল।

ফেসবুকের অন্যতম একটি ফিচার হলো ব্যবহারকারী কোন ফটো আপলোড করলেই ফেস রিকগনিশনের মাধ্যমে মুখমন্ডল শনাক্ত করে ওই ফটোতে যারা আছে তাদের ট্যাগ সাজেশন করা।
ইলিনয়িসের বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি (BIPA) আইন অনুযায়ী ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ফটোতে ট্যাগ সাজেশন করা অবৈধ।
যুক্তরাষ্ট্রের ইলিনয়সবাসীদের করা মামলায় গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে বিচারক ফেসবুকের এই কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করেই বিচারকার্য শুরু করে।
উল্লেখ্য এই যে, ফেসবুকের নতুন স্টক জারি করার পরিকল্পনার উপর একটি মামলা দায়ের করা হয়েছিল গত মাসেই। আর এই মাসের শুরুতেই আরো একটি মামলার প্রথম ধাপে হেরে গেল ফেসবুক কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় পরের ধাপে ফলাফল ফেসবুক কর্তৃপক্ষের পক্ষে যায় নাকি ইলিনয়সবাসীদের প্রাইভেসি রক্ষার পক্ষে যায়।
এই ব্যাপারে তো জানতামই না। তাহলে তো ফেস ট্যাগিং সবখাইনেই নিষিদ্ধ করা উচিত।