আমাদের অসুস্থ  হওয়ার  তার অনেকটাই হয় খাবারের থেকে। খাবার থেকেই হয় অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা গ্যাস্ট্রিক আলসারসহ বহু সমস্যা। তাই খাবারে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।

সিক্স সেন্সর ল্যাবস নামে একটি সংস্থা নতুন নিমা নামের যন্ত্রটি দিয়ে আপনি সহজেই খাবার পরীক্ষা করতে পারবেন।সিক্স সেন্সর ল্যাবের  সহ-প্রতিষ্ঠাতা স্কটের বরাত দিয়ে খবরে জানানো হয়েছে, তাদের আবিষ্কৃত এই যন্ত্র দিয়ে খাবার পরীক্ষা করে নিশ্চিন্তে খাবার গ্রহণ করা যাবে। মাত্র দুই মিনিটে খাবার পরীক্ষা কর যাবে। খুব ছোট বলে এই যন্ত্র  পকেটে নিয়ে ঘোরা যায়।

খাবার থেকে একটি অংশ নিয়ে যন্ত্রটি ভেতরের একটি ক্যাপসুলের ভেতর রাখতে হবে।দুই মিনিটের মধ্যেই যন্ত্রটি রিপোর্ট দেবে। যদি খাবারে কোনো সমস্যা না থাকে, তাহলে স্মাইলি আইকন ভেসে উঠবে। আর সমস্যা থাকলে দুঃখের একটি ইমো দেখা যাবে।স্যুপ,সস থেকে শুরু করে শক্ত খাবারও এই যন্ত্র দিয়ে পরীক্ষা করা যাবে।প্রতিটি পরীক্ষা করতে খরচ হবে ৩ ডলার ৯৯ সেন্ট। যন্ত্রটি দাম ধরা হয়েছে ২৪৯ ডলার। তবে এর সাথে বিনামূল্যে কয়েকটি ক্যাপসুল,মাইক্রো ইউএসবি ক্যাবল এবং একটি ব্যাগ পাওয়া যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here