রাজধানীর বসুন্ধরা সিটিতে বাংলাদেশে মাইক্রোম্যাক্স এর ৫ম শো-রূম এর উদ্বোধন করা হয়েছে।মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড এর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একমাত্র পরিবেশক সোফেল টেলিকম লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স এর কান্ট্রি ম্যানেজার জনাব রিয়াজুল ইসলাম এবং সোফেল টেলিকম লিমিটেড এর ডিরেক্টর জনাব সাকিব আরাফাত এবং মাইক্রোম্যাক্স ও সোফেল টেলিকম লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এই ঈদে আমরা ইউজারদের জন্য মাইক্রোম্যাক্স এর নতুন ৭ টি মডেল এর স্মার্টফোন নিয়ে এসেছি। এর মধ্যে মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ ইতোমধ্যেই বাজারে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। মাইক্রোম্যাক্স এর স্মার্টফোনগুলো ক্রেতাসাধারনের কাছে আরো সহজে পৌঁছে দিতেই আমরা বসুন্ধরা সিটিতে এই শো-রুম উদ্বোধন করলাম।ক্রমান্বয়ে সারাদেশেই মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড স্থাপন করা হবে।