শারীরিক প্রতিবন্ধকতা দূরে ঠেলে দিয়ে এবার বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান ভার্জিন গ্যালাকটি মহাবিশ্বে পাড়ি দিতে যাচ্ছেন ৭৫ বছরের মহাকাশ বিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হকিং।নিজস্ব মহাকাশযানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন স্যার রিচার্ড ব্র্যানসন।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভার্জিনকর্তার প্রস্তাবে সম্মতি জানাতে তিনি বিন্দুমাত্র ইতস্তত করেননি।এছাড়া মহাকাশে যাওয়ার প্রস্তাব পেলেও, ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি-না, তা নিয়ে সংশয় রয়েছে তার।
সারা জীবন মহাকাশচর্চা করলেও এ পর্যন্ত পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে যাত্রা করার সৌভাগ্য হয়নি বিশ্বখ্যাত এই বিজ্ঞানীর।সে ক্ষেত্রে নতুন নজির গড়তে চলেছেন সৃষ্টিতত্ত্ব নিয়ে করা এই গবেষক। মহাশূন্যে অভিযানের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।এর আগে গত ২০০৯ সালে মহাকাশ সফরের ঘোষণা করেছিলেন ব্র্যানসন। কিন্তু বিভিন্ন ঝামেলায় তা বাস্তবে পরিণত হয়নি।এর পরে ক্রমেই অনিশ্চয়তা ঘিরে ধরেছে প্রকল্পটিকে।এরপর আবার ২০১৪ সালের সেই ডাকে সাড়া দিলেও সে সময় চিকিৎসকদের বাধায় পিছিয়ে যেতে বাধ্য হন স্টিফেন হকিং।
তথ্যসূত্রঃ ইন্টারনেট