নতুন এক অভিযান শুরু করেছে নাসা। এবার মহাকাশের একটি গ্রহাণু থেকে ধূলিকণা সংগ্রহ করে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা সংস্থাটির পাঠানো চালকবিহীন এই যানটির নাম অসাইরাস-রেক্স।বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে,এই যানটির গন্তব্য বেনু নামের একটি গ্রহাণু। বেণু যা আসলে কালো একটি পাথর এবং সূর্যের চারিদিকে ঘুরছে। অসাইরাস-রেক্সের এই গ্রহাণুতে গিয়ে পৌঁছানোর কথা ২০১৮ সালের আগস্ট মাসে। তার আরো পাঁচ বছর পর এই যানটির পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে। সব মিলিয়ে নাসার এই মিশনটি সাত বছরের।