মঙ্গল গ্রহে জীব জন্তুর হাড়

লাল গ্রহে জীবনের স্পন্দন! মঙ্গল গ্রহে নাসার ক্যামেরায় ওঠা নতুন ফুটেজে দেখা গেছে  এক অদ্ভূত বস্তুকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।নাসা’র এক ফুটেজে দেখা যাচ্ছে মঙ্গলের মাটিতে রয়েছে জীবজন্তুর হাড় ও মাথা! অন্তত সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া এক ছবিতে এমনটাই দেখা যাচ্ছে। অনেকের দাবি এটা মৃত ভালুকের দেহাবশেষ।

‘ইউএফও আছে’,এমন মতবাদ প্রচারে ব্যস্ত থাকা এক বিজ্ঞানী বলছেন,”ফুটেজটা ভাল করে দেখলাম।আমার বেশ ইন্টারেস্টিং লাগল।পরিষ্কার ওটা কোনো জন্তুর  মাথা বা এটাও হতে পারে ওটা কোনো ভগ্ন মূর্তি। যেটা থেকে প্রমাণ হয় ওখানে ভিনগ্রহের মানুষ থাকে।”

অবশ্য নাসা এসব খবরকে উড়িয়ে দিচ্ছে। নাসার বিজ্ঞানীরা বলছেন,‘ওটা কিছুই নয়, ভিডিওতে অনেক সময় টেকনিক্যাল কারণে এমন জিনিস দেখা যায়,অতীতে এমন জিনিস দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here