আপনি কি হঠাৎ করেই অযাচিত ইমেইল নোটিফিকেশন পাওয়া শুরু করেছেন ফেইসবুক থেকে? চিন্তার কিছু নেই। আপনার মতো অনেক ব্যবহারকারীই ইমেইল নোটিফিকেশন বন্ধ রাখা সত্ত্বেও ইমেইল নোটিফিকেশন পাওয়া শুরু করেছে। জানা গেছে, ফেইসবুক দুর্ঘটনাবশতঃ বা ভুলে কিছু কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে ইমেইল নোটিফিকেশন চালু করে দিয়েছে। ফলে সোশাল নেটওয়ার্কিং সাইটটির ব্যবহারকারীরা হঠাৎই প্রচুর ইমেইল নোটিফিকেশন পাওয়া শুরু করেছেন।
অধিকাংশ ব্যবহারকারীই ইমেইল নোটিফিকেশন পাচ্ছেন সাধারণ সব বিষয়ে। যেমন, কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে বা কেউ তাদের ওয়ালে কিছু পোস্ট করলে ইত্যাদি। এসব কাজের ক্ষেত্রে ইমেইল নোটিফিকেশন চালু রাখা যায় কিন্তু যারা অধিকাংশ সময় ফেসবুকেই থাকেন তাদের অনেকেই এসব ক্ষেত্রে ইমেইল নোটিফিকেশন বন্ধ রাখেন। তবে হঠাৎই ইমেইল নোটিফিকেশন এসে ইনবক্সে বন্যা বয়ে যাওয়ায় ব্যবহারকারীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন বলেই জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
এ ব্যাপারে ফেসবুক জানিয়েছে, কিছু কিছু ব্যবহারকারী হঠাৎই এসব ক্ষেত্রে ইমেইল নোটিফিকেশন পাওয়া শুরু করেছেন। তাদের সেটিংসে সব অফ করা থাকলেও তারা এখন সেটিংসগুলো চেক দেয়া দেখতে পাচ্ছেন। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং সমস্যা সমাধানে কাজ করছে বলেও জানিয়েছে তারা।
মজার ব্যাপার হচ্ছে, ফেসবুকের উপর ক্ষিপ্ত হয়ে ব্যবহারকারীরা পোস্ট করছেন টুইটারে। তারা জানিয়েছেন, ফেসবুকের পাঠানো ইমেইলে তাদের ইমেইলে রীতিমতো বন্যা বয়ে গেছে। তারা শিগগিরই এ সমস্যার সমাধান দাবী করেন।
ফেসবুক ব্যবহার করছেন? ইমেইল নোটিফিকেশন কি চালু করে রেখেছেন নাকি বন্ধ করে রেখেছেন? যারা দিনের বেশিরভাগ সময়ই ফেসবুকে থাকেন তাদের ফেসবুক ইমেইল নোটিফিকেশনের দরকার আছে মনে করেন কি? মন্তব্যের ঘরে জানান আমাদেরকে।
হাহা, ঘটনাটি আসলেই বিরক্তির। আমার ফেসবুক থেকে সব নোটিফিকেশন অফ ছিলো, কিন্তু গত পরশু থেকে দেখি মেইলে নোটিফাই আসছে প্রচুর হারে। বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হয়েছেই। এবার ঝুঝলাম ফেসবুক ভুল !!!! করছে 😉 🙂
প্রতিদিন ডিলিট করতে হয় বিরক্তিকর…………….
প্রতিদেন ডিলেট করতে হবে কেন? ফেসবুক একাউন্ট সেটিংস থেকে নোটিফিকেশন আন-চেক করেন তাহলেই মেইলে যাবে না।
আমার সব নোটিফিকেশান স্পাম বক্সে 🙂