বিশ্বখ্যাত তাইওয়ানের ব্র্যান্ড ভিভিটেকের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন ৬ টি মডেলের ডিএলপি প্রোজেক্টর। মডেল গুলো হলো ডিএস২৩৪, ডিএক্স২৫৫, ডিএস২৩ডিএএ, ডিএক্স২৫ইএএ, ডিডাব্লিউ৮৩২ এবং ডিএক্স৯৭৭ ডাব্লিউটি প্রোজেক্টর। অত্যাধুনিক ডি.এল.পি প্রযুক্তি সম্পন্ন এই প্রোজেক্টর গুলো এসভিজিএ, এক্সজিএ ও ডাব্লিউ এক্সজিএ ফরমেটে তৈরি যার উজ্জ্বলতা ৩২০০ লুমেন্স থেকে ৫০০০ লুমেন্স পর্যন্ত যা স্বচ্ছ ও স্পস্ট দৃশ্য আনতে সক্ষম।এছাড়াও এই নতুন মডেল গুলোর ল্যাম্প লাইফ ২৫০০ ঘন্টা থেকে ৮০০০ ঘন্টা পর্যন্ত যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩,৯৯৯ টাকা থেকে ১০৩,০০০ টাকা।উল্লেখ্য ভিভিটেকের এই পণ্যগুলো ২ বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকে।