হাতের এন্ড্রয়েড সেটে নানা ধরণের ক্যামেরা অ্যাপ ডাউনলোড করা আছে যার মাধ্যমে আপনি বিভিন্ন ফিল্টার ব্যবহার করে ছবিকে করে তুলতে পারেন ঝকঝকে। চিন্তা করুন, এমন কোন অ্যাপ যদি থেকে থাকে যার মাধ্যমে আপনার ভিডিওগুলোকেও আপনি এমনিভাবে নানা ফিল্টার প্রদানের মাধ্যমে করে তুললেন সুন্দর। তাহলে কেমন হবে?
ভিডি নামক এই অ্যাপটির মাধ্যমে এখন সে সুবিধাই পাচ্ছেন। এন্ড্রয়েডে ভিডিও এডিট করার মজা এবং তার সৌন্দর্য্যবর্ধন করার সুবিধা আপনাকে দিচ্ছে ভিডি। এসব ভিডিও এডিট করে আপনি সহজেই ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি সামাজিক মাধ্যমে পোস্ট করতে পারবেন।

এই অ্যাপে আপনি কনট্রাস্ট এডজাস্ট, স্যাচুরেশন, লাইটিং সহ আরো নানা ধরণের কাজ করতে পারবেন। তো আর দেরি কেন? যা রেকর্ড করতে চান তা করে ফেলুন আর তৈরি করে ফেলুন নিজের ভিডিও!
সূত্রঃ getandroidstuff.com