শুক্রবার ২২ জুলাই ১৮ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ ডেভিড সোনবোলি জার্মানির মিউনিখ শহরের অলিম্পিয়া শপিং মলে হত্যাযজ্ঞ চালায়। আলী হিসেবেই বেশি পরিচিত ছিল সে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হন। প্রাথমিকভাবে হামলাকারী মানসিক সমস্যাযুক্ত বলে ধরা হলেও সে ছিল ভিডিও গেমে আসক্ত। হামলাকারী বিভিন্ন ধরনের ভয়ানক ভিডিও গেম খেলত বলে জানিয়েছে দেশটির স্টেট ক্রাইম অফিস। এসব গেমের মধ্যে অন্যতম একটি গেম ‘কাউন্টার স্ট্রাইক : সোর্স’। আশপাশের সবাই তাকে র্যামপেজ কিলার হিসেবে জানত। তার বাসায়ও এ ধরনের গেম পাওয়া গেছে। একটি অনলাইন ক্লাবে নিয়মিত ভিডিও গেম খেলতে যেত হামলাকারী ডেভিড সোনবোলি। প্রায় এক বছর ধরে হামলার পরিকল্পনা করে আসছে ডেভিড, এমনই তথ্য জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।