কম্পিউটার জীবনকে যেমন আধুনিক করেছে তেমনি পূরণ করেছে আশা আকাঙ্ক্ষা ! আর কম্পিউটারটা আসলে কি ? কাউকে প্রশ্ন করলে মানুষ হাসবে কেননা মানুষ জানে television (TV) এর মত দেখতে এবং সাথে একটি বাক্স আর typewriter এর মত একটি বোর্ড থাকে !! কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন , এটা যদি একজন প্রোগ্রামার কে বলা হয় তবে সে বলবে SystemUnit +Monitor+ keyboard+Mouse দ্বারা একটি সম্পূর্ণ Computer হয় । কম্পিউটার মূলত যন্ত্র । এটিকে মানুষ দিকনির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেয় । আর দিকনির্দেশনা কিভাবে দেয় ? এটাও একটা প্রশ্ন , এটা কম্পিউটার এর নিজের ভাষা দ্বারা বুঝিয়ে দেওয়া হয় । কম্পিউটার এর আবার ভাষা ? হ্যাঁ কম্পিউটার এর ভাষা বলতে (0 & 1 ) বা (High & Low) বুঝায় ।
computer এর বিভিন্ন ধরনের ভাষা রয়েছে যেমন : C, C++, Visual Basic , Java এরকম আরও অনেক ভাষা রয়েছে । যা দ্বারা কম্পিউটারকে আওত্তে আনা হয় ! এসব ভাষা compiler দ্বারা 0 , 1 পরিবর্তন করে কম্পিউটার কে বুঝিয়ে দেওয়া হয় ।
এদের মধ্যে বাস্তব সম্মত কাজ করা হয় মূলত Visual Basic দিয়ে। আর এটা শেখা সাধারন মানুষের জন্য মোটামুটি সহজ!
আজ শেখাবো visual basic এর সাধারন একটি Programme করা যায় , তবে তার আগে
Toolbar এর সাথে পরিচিত হই ।
এবার আপনি Download করে বা Disk হতে PC তে Visual Basic 6.0 ইন্সটল দিয়ে ফেলুন । Install হয়ে গেলে প্রোগ্রাম click করে ওপেন করুন দেখবেন যে একটি Dialog Box এসেছে এখান থেকে আপনি Standard exe Select করে ওপেন করুন দেখবেন যে একটি নতুন window ওপেন হয়েছে । যার বাম পাশে Toolbar টি রয়েছে । এবং মাঝখানে form রয়েছে একে Object বলে এবং এর নিচে code লিখতে হয় ।
ছবিতে আপনারা কিছুটা ধারনা পেলেন । এখন আশা যাক কিভাবে programme লিখবেন ।
আমরা ১ থেকে ২০০ পর্যন্ত জোড় সংখ্যা বের করার প্রোগ্রাম করব ।
আমরা প্রথম বামপাশ থেকে অর্থাৎ Toolbar থেকে Command Box Select করে Form এর উপর আঁকবো দেখতে পাব একটি command box এসেছে এখন আমরা command box এ Double Click করব আরেকটি window open হবে এতে নিম্নের দুটি কোড লেখা থাকবে
Private Sub Command1_Click()
End Sub
এ দুটির মাঝে নিচের কোড গুলো হুবহু লিখব
Dim a
For a = 1 To 200 Step 2
Print a
Next a
এরপর উপরের মেনু হতে RUN > Start Click করলে রান হবে । এখন আপনি command 1 Button click করুন বা F5 চাপুন , দেখবেন বামপাশে Result show করবে ।
ব্যাস আপনার প্রোগ্রাম তৈরি complete । হ্যাঁ এটাকেই প্রোগ্রাম বলে ।
এবার আপনি project টি save করুন । এ জন্য File > Save Project As এবার আপনি Directory দেখিয়ে দিন এবং নাম দিয়ে Save করুন । দেখবেন সেভ হয়ে গেছে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি সহজ করে লেখার জন্য।
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। আগামি পর্বে দেখাবো কিভাবে Color Set করা যায় এবং properties পরিবর্তন করতে হয়। এভাবে আস্তে আস্তে visual Basic এর অনেক প্রোগ্রাম দেখাবো । আশা করি আপনারা খুব সহজে visual Basic শিখতে পারবেন ।
পূর্বে প্রকাশিত : http://jpiblog.tk