১৪ নভেম্বরই পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ

১৯৪৮ সালের পর এই নভেম্বরেই পৃথিবীর সবচেয়ে কাছকাছি আসতে যাচ্ছে চাঁদ।আর একুশ শতকে প্রথম বারের মতোই ঘটতে যাচ্ছে বিষয়টি।যাতে গত ছয় দশক পর প্রথম বারের মতোই এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবীর মানুষজন।

তবে ঠিক কবে সবচেয়ে বড় হয়ে ধরা দেবে চাঁদটি?অঙ্কের হিসেবে জানা যায়,চলতি বছরের ১৪ নভেম্বরই পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ।সাধারণ পূর্ণিমার চেয়ে এর মাহাত্ম্য অনেকটাই ভিন্ন। কক্ষপথের উপবৃত্তাকার আকৃতির কারণেই বহুবছর পরপর এই ঘটনা ঘটে থাকে। পরবর্তীতে একই ঘটনা ঘটবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here