জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা RIM তাদের ব্ল্যাকবেরী সিরিজের নতুন ফোন ‘ব্ল্যাকবেরী বোল্ড ৯৯০০’ এর ঘোষনা দিয়েছে। এটি দেখতে অনেকটা বোল্ড সিরিজের আগের ভার্শন ৯০০০ এর মত হলেও এটিতে কোয়ের্টি কিবোর্ড এর পাশাপাশি থাকছে টাচ স্ক্রীন এবং এ পর্যন্ত সবচেয়ে পাতলা ব্ল্যাকবেরী এটি।
নতুন এই ফোনে থাকছে ব্ল্যাকবেরী ওএস ৭ এবং রয়েছে ভয়েজ সার্চ সুবিধা। ব্রাউজারে এইচটিএমএল৫ ভিডিও সাপোর্টসহ আরও কিছু সুবিধা যুক্ত করা হয়েছে। ১.২ গিগাহার্টজ এর প্রসেসর এবং ৭৬৮ মেগাবাইট র্যাম নিঃসন্দেহে একটি স্মার্টফোনের জন্য যথেস্ট। চলুন দেখা যাক আরও কি কি থাকছে এতে…
- ১১৫ x ৬৬ x ১০.৫ মিলি মিটার, ওজন ১৩০ গ্রাম প্রায়
- ২.৮″ ইঞ্চি টাচক্রীন ডিসপ্লে (৬৪০×৪৮০)
- কোয়ের্টি কিবোর্ড এবং অপটিক্যাল ট্র্যাকপ্যাড
- ১.২ গিগাহার্টজ প্রসেসর, ৭৬৮ মেগাবাইট র্যাম
- ৮ গিগাবাইট বিটইন মেমরী এবং সাথে ৩২ গিগা মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
- রয়েছে NFC প্রযুক্তি
- ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭২০পি এইচডি ভিডিও রেকর্ডিং
- রয়েছে মোশন সেন্সর, ডিজিটাল কম্পাস
- বিল্ট ইন জিপিএস
- ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই
- ব্লুটুথ ২.১
- কোয়াড ব্যান্ড জিএসএম/এজ
- ডুয়াল ব্যান্ড সিডিএমএ
- ব্ল্যাকবেরী অপারেটিং সিসটেম ৭
একটি স্মার্টফোনের প্রায় সকল সুবিধাই রয়েছে নতুন এই ব্ল্যাকবেরীতে। বিশেষ করে ব্ল্যাকবেরী ভক্তদের কাছে এটি বেশ সমাদর পাবে বলে আশা করা যাচ্ছে। নতুন এই ফোন সম্পর্কে RIM জানায়,
”New BlackBerry Bold 9900 and 9930 Smartphones are the Thinnest and Most Powerful BlackBerry Smartphones yet, Featuring the Renowned BlackBerry Keyboard Together with a Brilliant Touch Screen and the New BlackBerry 7 OS”
আসছে গ্রীষ্মে ফোনটি বাজারে ছাড়া হবে বলে জানা যায়। কোয়ের্টি কিবোর্ডসহ একটা ফোন কেনার ইচ্ছা অনেক দিনের। নকিয়ার ই সিরিজ অথবা ব্ল্যাকবেরী টার্গেট ছিল। ডিজাইন এবং ফিচার মিলিয়ে এটি দারুন লাগলো 😀 তবে ফিচার দেখে মনে হচ্ছে না দাম কম হবে 🙁
সব পয়সার েখলা ভাই! ব্লাকেবরী অেনক দামী েসট।