অনেকেই ব্লগ শব্দটির সাথে পরিচিত হলেও ব্লগিং এর সাথে তেমন জড়িত নয় এবং বুঝতে পারেন না যে ব্লগের পরিধী এবং ব্যাপকতা কত বেশী; কত শক্তিশালী! আসলে একসময় মানুষ তাদের সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিনে লেখালেখি করত। কিন্তু ম্যাগজিনের আয়তন এতই ছোট ছিল যে সেখানে লেখার সুযোগ পাওয়া ছিল সোনার হরিনের মত।
তবে বর্তমানে সেই সমস্যার একরকম মহৌষধ হিসাবে আবির্ভাব হয়েছে ব্লগিং। এখানে নেই কোন বাধা, বন্ধন বা সীমাবদ্ধতা। যে কেউ যা কিছু নিয়ে লিখতে পারে। আপনি পাবেন ওপেন ব্লগ বা নির্দিষ্ট ক্যাটাগরির ব্লগ।
ওপেন ব্লগে আপনি যে কোন বিষয়ে লিখতে পারেঃ আপনি ছাত্র; আপনার কোন লেখা বা প্রকাশনা এখানে প্রকাশ করতে পারেন।
আপনি পেশাজীবি; আপনার পেশাগত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
আপনার ছোটবেলার কোন স্মৃতি আপনাকে নাড়া দেয; লিখুন সেটা নিয়ে।
আপনি ডাক্তার, জীবনে অনেক জটিল কঠিন বা মধময় স্মৃতির ভান্ডার গড়ে তুলেছেন; লিখুন না কেন এই ব্লগে।
অর্থাৎ,, আপনার জীবনে লেখালেখির যে অভ্যাসটা ছিল কাজে লাগাতে পারেননি; এখন চেষ্ট করুন না। আপনার ভিতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে তার বিকাশ লাভ করার একটা অবারিত সুযোগ এই ব্লগিং। আপনি যত লিখবেন আপনার চিন্তাির জগত ততই সম্প্রসারিত হবে।
ব্লগ হতে পারে আপনার জীবনের ডিজিটাল দর্পন; সুতরাং দেরী কেন? লিখুন যেকোন ভাষার যেকোন ব্লগে, যা ইচ্ছা তাই।